পঞ্চমবারের মতো দেশের ‘সেরা ব্র্যান্ড’ বিকাশ

ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে পরপর পাঁচবার সেরা ব্র্যান্ড নির্বাচিত হলো প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক অনুষ্ঠানে বিকাশের হাতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে ছিল এ আয়োজন।

অনুষ্ঠানে ছিলেন– বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফেরদৌস ইউসুফ, চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক, চিফ রিস্ক অফিসার আহম্মেদ আশিক হোসেন, হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 3 =