পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংকের এএমডি হলেন তারেক রেফাত উল্লাহ খান ও সৈয়দ আব্দুল মোমেন

ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫: সিনিয়র লিডারশিপ টিমের চারজনকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই পদোন্নতি ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।

ব্যাংকটির হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম এবং হেড অব অপারেশনস মো. মুনীরুজ্জামান মোল্যা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।

ব্র্যাক ব্যাংকের কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনকে অল্প সময়ের মাঝে শক্তিশালী অবস্থানে রূপান্তরিত করে ব্যাংকিং খাতের লিডিং পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তারেক রেফাত উল্লাহ খান। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা এই বিজনেসে তিনগুণ প্রবৃদ্ধি এনে দেওয়ার পাশাপাশি পোর্টফোলিওর গুণগত মান বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। টেকসই ডিজিটাল অপারেশনাল প্ল্যাটফর্ম তৈরি এবং হাই-পারফর্মিং পেশাদার টিম গঠনে তাঁর অবদান ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। তারেক রেফাত উল্লাহ খান ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগদান করেন।

ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে প্রায় তিন দশক ধরে তিনি ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকে কাজ করেছেন। ব্যাংকিং ক্যারিয়ারে তাঁর এই দীর্ঘ পথচলা উদ্ভাবন, শুদ্ধাচার এবং ইমপ্যাক্টের এক পরিপূর্ণ সমন্বয়।

ব্যাংকিং সেক্টরে দুই দশকেরও বেশি সময় ধরে বহুমুখী কাজের সাথে জড়িত সৈয়দ আব্দুল মোমেন (তমাল) টেকনোলজি, অপারেশনস এবং বিজনেস ভার্টিক্যালে দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিশেষ করে এসএমই ব্যাংকিংয়ের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। ২০১৭ সালের জুলাইতে ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি ব্যাংকটির এসএমই বিজনেসকে ব্যাংকিং খাতের শীর্ষ অবস্থানে নিয়ে গেছেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক এবং ব্র্যাক আফগানিস্তান ব্যাংকে কর্মরত ছিলেন।

২৭ বছরেরও বেশি সময় ধরে নাজমুর রহিম এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং এএনজেড গ্রিন্ডলেসসহ বিভিন্ন শীর্ষ পর্যায়ের ব্যাংকের হেড অব কার্ড বিজনেস, হেড অব পোর্টফোলিও, ক্রেডিট কার্ডস এবং কনজ্যুমার ট্রানজ্যাকশন ব্যাংকিংসহ বহুমুখী নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন। তিনি ২০১৬ সালে ব্র্যাক ব্যাংকে যোগদান করেন। ব্র্যাক ব্যাংকে হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ব্যাংকটির হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নিয়ে মো. মুনীরুজ্জামান মোল্যা ব্র্যাক ব্যাংকে যোগদান করেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে তিনি হাবিব ব্যাংক লিমিটেডে ব্যাংকটির হেড-কান্ট্রি অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে এএনজেড গ্রিন্ডলেস ব্যাংকে কর্মজীবন শুরু করেন, যেখানে তিনি বিভিন্ন ব্রাঞ্চ এবং ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক সার্ভিসে কাজের ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে ২০০০ সালে তিনি সিটি ব্যাংক এনএ-তে যোগদান করে ব্যাংকটির হেড অব ট্রেড, ট্রেজারি অ্যান্ড এফআই এবং ক্যাশ ম্যানেজমেন্ট অপারেশনসসহ বিভিন্ন পদে ১৫ বছর দায়িত্ব পালন করেছেন।

সিনিয়র লিডারদের পদোন্নতিপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক সাফল্যের মূলে রয়েছে শক্তিশালী ও গতিশীল সিনিয়র লিডারশিপ টিম। উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়ে পদোন্নতিপ্রাপ্ত সহকর্মীরা আমাদের কর্পোরেট, এসএমই, অপারেশনস এবং অল্টারনেট ব্যাংকিংকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিভিন্ন আর্থিক সূচকে ব্র্যাক ব্যাংক এখন শীর্ষ পর্যায়ে রয়েছে। মধ্যম-সারির একটি ব্যাংককে ব্যাংকিং খাতের শীর্ষে নিয়ে যেতে তাঁরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্র্যাক ব্যাংককে দেশের সবচেয়ে বড় এবং ইমপ্যাক্টফুল ব্যাংকে রূপান্তর করতে সামনের দিনগুলোতেও তাঁরা তাঁদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + 2 =