‘পরাণ’ সিনেমা এবার প্যারিসে যাচ্ছে

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ এবার যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। প্যারিসের পাতে দ্য লা ভিলেত সিনেমা হলে আগামী ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিনেমাটির প্রিমিয়ার শো হবে। এছাড়া ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর পাতে দ্য লা এবং ভিলেত গ্যঁমো সাঁ দনি সিনেমা হলে উপভোগ করা যাবে ‘পরাণ’।

আয়োজক দেশি এন্টারটেইনমেন্ট প্যারিস জানিয়েছে, টিকিট পাওয়া যাবে সিনেমা হলে এবং অনলাইনে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় চলতি মাসেই মুক্তি পাবে ‘পরাণ’। উত্তর আমেরিকায় এটি পরিবেশনা করবে বায়োস্কোপ ফিল্মস। এর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ভালো চলেছে এটি।

বাংলাদেশের পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্রের তথ্যানুযায়ী, মুক্তির নবম সপ্তাহে এসে ২৪টি সিনেমা হলে চলছে এটি। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জসহ অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 1 =