পশ্চিমা সাহায্য পেতে বিলম্বের কারণে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ‘জটিল’ হয়ে পড়েছে : জেলেনস্কি

কিয়েভ, (ইউক্রেন), ২০ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : ইউক্রেনের  প্রেসিডেন্ট ভলোদিমির  জেলেনস্কি  সোমবার বলেছেন, পশ্চিমা সামরিক সাহায্য পেতে দেরী হওয়ায়, তার সৈন্যরা বিস্তৃত যুদ্ধক্ষেত্রের বিভিন্ন অংশে জটিল লড়াইয়ের মুখোমুখি হচ্ছে, এতে তার সেনাবাহিনীর উপর প্রভাব পড়ছে।

মস্কোর সেনাবাহিনী পূর্ব ও ইউক্রেনের দক্ষিণাঞ্চলে আক্রমণে ফিরে এসেছে এবং পূর্ব দোনেৎস্ক অঞ্চলে আভদিভকা দখল করেছে। গত বছব মে মাসে বাখমুত নেওয়ার পর, এটা তাদের প্রথম বড় জয়। জেলেনস্কি বলেন, “যুদ্ধক্ষেত্রের বেশ ক’টি অংশে পরিস্থিতি অত্যন্ত কঠিন, যেখানে রুশ  সেনারা সর্বাধিক মজুদ কেন্দ্রীভূত করেছে।” তিনি খারকিভ অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্কের চারপাশের ব্রিগেড সফরশেষে ফিরতি পথে এসব কথা বলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven + eight =