পাঁচ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন তানজিদ

টি-টোয়েন্টিতে এক ম্যাচে পাঁচ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন তানজিদ হাসান। খবর বাসস

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৫ ক্যাচ নেন তানজিদ। ফলে টি-টোয়েন্টিতে তৃতীয় ফিল্ডার হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার ক্ষেত্রে যৌথভাবে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি।

ইতোমধ্যে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ ক্যাচ নিয়ে যৌথভাবে বিশ্ব রেকর্ডের মালিক মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক। তাদের সাথে এবার বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন তানজিদও।

আইসিসি পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে এক ম্যাচে ৫ ক্যাচ নেওয়া প্রথম ফিল্ডার হিসেবে বিশ্ব রেকর্ডের মালিক তানজিদ একাই।

আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল ও বেন হোয়াইটের ক্যাচ নেন তানজিদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + 16 =