পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের ২৭-২৮ এপ্রিল নির্ধারিত ঢাকা সফর স্থগিত করেছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তান দূতাবাস সূত্র জানায়, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির’ কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।’

এর আগে বিকাল পর্যন্ত এই সফর নিয়ে কাজ করছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের কর্মকর্তারা।

প্রসঙ্গত, সম্প্রতি ভারত-শাসিত কাশ্মীরে অজ্ঞাত জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বাতিল করা হয়েছে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − 10 =