পাঠানের সিকুয়েল তৈরি হচ্ছে

২০১৫ সালের পর থেকে সিনেমা হলে একটু একটু করে কমতে থাকে শাহরুখ উন্মাদনা। পরপর ফ্লপের তালিকায় নাম লেখাতে থাকে তাঁর সিনেমাগুলো। ফিকে হতে শুরু করে তাঁর ‘বলিউড বাদশাহ’ খেতাব। টানা ফ্লপের পর গত বছর শাহরুখ খানকে হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। বক্স অফিসে হাজার কোটি রুপি পেরিয়ে গিয়েছিল পাঠানের কালেকশন। বাংলাদেশের হলেও মুক্তি পেয়েছিল সিনেমাটি।

প্রথম পর্বের তুমুল সাফল্যের পর শুরু হয়েছে পাঠানের সিকুয়েলের প্রস্তুতি। পাঠানের সংলাপ রচয়িতা আব্বাস টায়ারওয়ালা জানালেন, ইতিমধ্যে শুরু হয়েছে পাঠান টু-র সংলাপ লেখার কাজ। সাইরাস ব্রোচারের সঙ্গে এক পডকাস্টে আব্বাস বলেন, ‘গল্প চূড়ান্ত, চিত্রনাট্যও লেখা শেষ। কিছুদিনের মধ্যে সংলাপ লেখার কাজ শুরু হবে।’ আব্বাসের আশা, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের সংলাপ লেখার জন্যও নির্মাতাদের কাছ থেকে ডাক পাবেন তিনি।

আব্বাসের এ সাক্ষাৎকার শাহরুখ-ভক্তদের জন্য সুখবর নিয়ে এল। এর আগে খবর প্রকাশিত হয়েছিল, যশ রাজ ফিল্মস ও শাহরুখ খান পাঠানকে একটি স্বতন্ত্র সিনেমা হিসেবেই রাখতে চাইছেন। সিকুয়েলের পরিকল্পনা নেই তাঁদের। তবে সেটি নাকচ করে আব্বাস জানিয়ে দিলেন এ স্পাই সিনেমার সিকুয়েলের খবর।

পাঠান টুতেও র এজেন্ট হিসেবে হাজির হবেন শাহরুখ। রুবিনা চরিত্রে দীপিকাও ফিরতে পারেন। অন্য চরিত্রগুলো একই থাকবে, নাকি বদলে যাবে; তা এখনই বলা যাচ্ছে না। তবে পরিচালকের আসনে যে বদল আসবে, সেটা নিশ্চিত। পাঠান বানিয়েছিলেন সিদ্ধার্থ আনন্দ, দ্বিতীয় পর্বে তিনি থাকছেন না। কেননা তাঁর হাতে রয়েছে যশ রাজেরই আরেক সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’। ফলে অন্য কারও হাতেই থাকতে পারে পাঠান টু পরিচালনার কাজ।

এদিকে, শাহরুখের ‘কিং’ নিয়েও আপডেট দিয়েছেন আব্বাস। জানিয়েছেন, কিংয়ের সংলাপ লেখার কাজ শুরু করেছেন তিনি।

পরিচালক সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম সিনেমা শাহরুখের। শাহরুখকন্যা সুহানা খানেরও প্রথম সিনেমা হতে চলেছে এটি।

স্বাভাবিকভাবে তাই অনেক কৌতূহল জমেছে কিংকে ঘিরে। বাবা-মেয়েকে একসঙ্গে দেখতে মুখিয়ে শাহরুখ-ভক্তরা।

বর্তমানে ইতালিতে চলছে ‘ওয়ার টু’ সিনেমার শুটিং। মুক্তি পাবে আগামী বছর। এতেও অতিথিশিল্পী হিসেবে হাজির হতে পারেন শাহরুখ। যেহেতু স্পাই ইউনিভার্স, তাই ‘পাঠান’ শাহরুখ স্ক্রিন শেয়ার করবেন ‘কবীর’ চরিত্রের হৃতিক রোশনের সঙ্গে। অন্যদিকে এই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান স্পাই সিনেমা ‘আলফা’তেও একঝলক দেখা যেতে পারে শাহরুখকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − 1 =