পুতুল-রেজা দম্পতির সংগীতসন্ধ্যা

একসঙ্গে এক মঞ্চে গান গেয়ে শোনাবেন সংগীতশিল্পী পুতুল ও তাঁর স্বামী গায়ক, সুরকার, সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী। ৯ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারের ট্রেড সেন্টারে আয়োজন করা হয়েছে এই সংগীতসন্ধ্যা। অনুষ্ঠানে দুই ঘণ্টাব্যাপী দর্শক-শ্রোতাদের গান গেয়ে শোনাবেন পুতুল-রেজা দম্পতি। মূলত বিভিন্ন শিল্পীর গাওয়া পুরোনো দিনের গান গেয়ে শোনাবেন তাঁরা। অ্যাটেনশন নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, শেষ হবে রাত সাড়ে ৮টায়।

এ প্রসঙ্গে পুতুল বলেন, ‘গানের এই আয়োজনটিকে অ্যাকুস্টিক নাইট বলতে পারেন। রেজার হাতের স্পর্শে থাকবে গিটার আর আমার হাতে থাকবে হারমোনিয়াম। একেবারেই আমাদের স্বর্ণালি সময়ের গানগুলো গাইব। সেই সঙ্গে আমার ও রেজার মৌলিক গানও থাকবে পরিবেশনায়। আমরা সব ধরনের গান গাইবার চেষ্টা করব। থাকবে রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও আধুনিক গান। পুরো আয়োজনটি নিয়ে আমরা দুজনেই ভীষণ উচ্ছ্বসিত। এটা মূলত টিকিট শো। এরই মধ্যে দর্শকের তুমুল আগ্রহ দেখতে পাচ্ছি। আশা করছি, আমাদের জীবনের একটি স্মরণসন্ধ্যা হয়ে উঠবে ৯ নভেম্বর।’

সৈয়দ রেজা আলী বলেন, ‘অফিশিয়ালি পুতুল আর আমার একসঙ্গে এটাই প্রথম শো। তাই আমরা দুজনেই ভীষণ উচ্ছ্বসিত। চেষ্টা করব, যতটা ভালো করে, দরদ দিয়ে গানগুলো গেয়ে শোনানো যায়। আমার বিশ্বাস, যাঁরা আমাদের গান শুনতে আসবেন, তাঁরা একরাশ মুগ্ধতা নিয়ে ফিরবেন। এই আয়োজনের পেছনে পুতুলের অবদান অনেক। তাই তাঁকে ধন্যবাদ, আমাকে অনুপ্রাণিত করার জন্য।’

২০২১ সালের ৩ এপ্রিল বিয়ে করেন রেজা ও পুতুল। তাঁদের একমাত্র কন্যার নাম গীতিলীনা। রেজার সুরে বেশ কিছু গান গেয়েছেন পুতুল। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো ‘বন্ধুরে’, ‘বিষাক্ত সুর’, ‘দূরত্ব’, ‘উধাও’ ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × five =