‘পুষ্পা-২’র ঝড়ে টালিউডে অশনি সংকেত

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ সিনেমার ঝড় বইছে ভারতজুড়ে। শোনা যাচ্ছে, এর দাপটে দাঁড়াতে পারছে না টালিউডের সিনেমা। আসছে বড়দিনে চারটি বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে আসছে। এ উপলক্ষ্যে আগামীকাল (২০ ডিসেম্বর) ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ এবং ‘৫ নং স্বপ্নময় লেন’ একসঙ্গে মুক্তি পাচ্ছে। কিন্তু মূল সমস্যা প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে।

এ চারটি বাংলা সিনেমা মুক্তির আর মাত্র একদিন বাকি। কিন্তু আল্লুর ‘পুষ্পা-২’র সিনেমার কারণে বুধবারও (১৮ ডিসেম্বর) ‘খাদান’র অগ্রীম বুকিং শুরু করতে পারেনি। এ সিনেমার নায়ক দেব তার অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন। সব মিলিয়ে দক্ষিণী ব্লকবাস্টার ‘পুষ্পা’ ঝড়ে টালিউডে অশনি সংকেত দেখা যাচ্ছে।

অবশ্য টালিউডের বাংলা সিনেমা এই প্রথমবার এমন সমস্যার সম্মুখীন হয়নি। এর আগেও টালিউডের প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা কোণঠাসা হয়েছে। এবার আরও তেমন পরিস্থিতি দেখা যাচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা-২’র জন্য রীতিমতো দুশ্চিন্তা দেখা দিয়েছে টালিউড সিনেমা সংশ্লিষ্টদের। টানা দুই সপ্তাহ ব্যাপক ব্যবসা করার পরও বড়দিনের সপ্তাহেও যে বাংলার প্রেক্ষাগৃহে দক্ষিণী সিনেমার দাপট থাকবে, এরই মধ্যে তার আগাম ইঙ্গিত দেখা গেছে। কিন্তু কয়েকজন নির্মাতা ও প্রযোজকদের ম্যাজিকে প্রেক্ষাগৃহমুখো হয়েছেন বাংলা সিনেমার দর্শকরা। বড়দিনের সিনেমা মুক্তি নিয়ে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে রীতিমতো উদ্বিগ্ন টালিউডবাসী।

গতকাল প্রযোজক ও টালিউড সুপারস্টার দেব নিজেই জানালেন, ‘খাদান’র অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষমুহূর্ত পর্যন্ত লড়ে যাচ্ছি। বাংলার প্রেক্ষাগৃহগুলোতে অন্য ভাষার সিনেমার পরিবেশক হিসেবে নেওয়া এর জন্য দায়ী।’ অগ্রীম বুকিংয়েই শুধু নয়, নির্দিষ্ট সংখ্যক শো পাওয়া নিয়েও অভিনেতা-প্রযোজক লড়ে যাচ্ছেন। হল মালিক কিংবা সিনেমা পরিবেশকদের ভূমিকায় যে দেব বেশ অসন্তুষ্ট, তার পোস্টে সেই ক্ষোভের আভাস পাওয়া গেল। শোনা যাচ্ছে, ‘খাদান’র মতো একই পরিস্থিতির শিকার বড়দিনের আরও মুক্তির মিছিলে থাকা দুই সিনেমা রাজ চক্রবর্তী নির্মিত ‘সন্তান’ ও প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’।

তবে বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা ‘৫ নং স্বপ্নময় লেন’ সিনেমার নির্মাতা মানসী সিনহা গণমাধ্যমকে বলেন, ‘আমার প্রযোজক এখনো সেরকম দুশ্চিন্তা করার মতো কোনো খবর দেননি।’ অন্যদিকে বারবার হিন্দি কিংবা দক্ষিণী সিনেমার কাছে বাংলা সিনেমা মার খাওয়ার বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল পরিচালক-প্রযোজক তথা অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। তার ‘বহুরূপী’ এবার পূজার মৌসুমে ব্যাপক ব্যবসা করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 − eleven =