পেলে অস্ত্রোপচারের পর সুস্থ আছেন

কোলন টিউমারের অস্ত্রোপচারের পর ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলে এখন শঙ্কামুক্ত বলে সাও পাওলোর আলবার্ট আইনেস্টাইন হাসপাতাল সূত্র সোমবার নিশ্চিত করেছে।

গত ৩১ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৮০ বছর বয়সী পেলে। ছয়দিন আগে তিনবারের বিশ্বকাপ জয়ী এই সুপারস্টার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন তিনি ভালই আছেন এবং তার মৃত্যুর খবর নিছকই গুজব। ৩১ আগস্টে ঐ পোস্টে পেলে আরো লিখেছিলেন, ‘নিয়মিত চেক-আপের উদ্দেশ্যে আমি হাসপাতালে এসেছি। করোনা মহামারীর কারনে এ ক’দিন চিকিৎসকের কাছে আসা হয়নি।’

সাম্প্রতিক সময়ে পেলের শারিরীক অবস্থা খুব একটা ভাল যাচ্ছে না। প্রায় বেশিরভাগ সময়ই তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে। গত বছর এপ্রিলে মূত্রনালীর মারাত্মক সংক্রমণের কারণে তাকে প্যারিসে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এরপর ব্রাজিলে ফিরে তার কিডনি থেকে পাথর অপসারণ করা গহয়। ২০১৪ সাল থেকে পেলে এই সংক্রমণ সমস্যায় ভুগছেন। এছাড়া তার কোমরেও সমস্যা রয়েছে। যে কারণে তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারেন না।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 4 =