প্রকাশ্যে শাকিবের ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক

প্রকাশ পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের ফার্স্ট লুক। বুধবার (১০ মে) নিজের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করেছেন শাকিব নিজেই। ছবিটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির কথা জানিয়েছেন শাকিব। পোস্টে একটি পোস্টারের মাধ্যমে ‘প্রিয়তমা’-এর ফাস্ট লুক অর্থাৎ প্রথম ছবি প্রকাশ করেন শাকিব।

পোস্টারে দেখা যায়, লম্বা চুল, পেছনে ঝুঁটি করা, বিষণ্ণ চেহারায় ঠোঁটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যাত্রা শুরু’। সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘প্রিয়তমা’ ‘ঈদুল আজহা’।

এদিকে সিনেমাটির পোস্টার সামনে আসতেই শাকিবের প্রশংসা করেছেন অনেকে। ‘আবারও বক্স অফিস কাঁপাবে শাকিব খানের সিনেমা। অনেক অনেক শুভ কামনা’- ভক্তদের এমন অসংখ্য মন্তব্য দেখা গেছে পোস্টের কমেন্ট বক্সে।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ইধিকা পাল।

ঢালিউড সুপারস্টার শাকিবের সঙ্গে ইধিকার জুটি দেখতে মুখিয়ে আছেন শাকিব ভক্তরা।

নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, ‘প্রিয়তমা’ সিনেমায় একেবারে নতুন লুকে দেখা যাবে শাকিব খানকে। অপরিপাটি, অগোছালো লুকের একটি চরিত্র থাকবে।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × five =