প্রচারে আসছে অ্যানিমেশন সিরিজ ‘খোকা’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হয়েছে ১০ পর্বের অ্যানিমেশন সিরিজ ‘খোকা’। আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত সিরিজে উঠে এসেছে বঙ্গবন্ধুর ছোটবেলা থেকে স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত ঘটনা। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল সিরিজটির প্রিমিয়ার। এ সময় সিরিজটির পাঁচটি পর্ব দেখানো হয়।

প্রিমিয়ার শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রিমিয়ার শো শেষে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহনশীলতা, মানবিকতা, পরোপকারিতা—এই বিষয়গুলো আমাদের শিশু, কিশোর, তরুণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই অ্যানিমেশন সিরিজটি নির্মাণ করা হয়েছে।’

সিরিজটি ১ ঘণ্টা ৪০ মিনিটের; এটি তৈরি করেছে মার্স সল্যুশন, টিম অ্যাসোসিয়েট, ম্যাজিক ইমেজ ও প্রোল্যান্সার স্টুডিও। পরিচালনার দায়িত্বে ছিলেন সোহেল মোহাম্মদ রানা। তিনি বলেন, ‘রাজনৈতিক জীবন থেকে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ সব ঘটনা থাকছে সিরিজে। তবে বঙ্গবন্ধুর ছোটবেলার ঘটনাগুলো বেশি পাওয়া যাবে। যে গল্পগুলো কখনো বলা হয় না বা দেখানো যায়নি, তা তুলে ধরার চেষ্টা করেছি।’

নির্মাতা জানান, আগামী ১০ নভেম্বর থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে খোকা সিরিজটি প্রচারের পরিকল্পনা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − fourteen =