প্রতিষ্ঠার এক দশক: সুবিধাবঞ্চিত শিশুদের নাচের প্রশিক্ষণ দিচ্ছে তুরঙ্গমী

আগামী বছর ৩১ জানুয়ারি প্রতিষ্ঠার ১০ বছর পূর্ণ করতে যাচ্ছে বাংলাদেশের প্রথম রেপার্টরি নৃত্য সংগঠন ‘তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার’। এ উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজন সাজিয়েছে দলটি। প্রতিষ্ঠার এক দশক উদ্‌যাপনের প্রথম উদ্যোগ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের নাচের প্রশিক্ষণ দিচ্ছে তুরঙ্গমী। চলতি মাসেই রাজধানীর কড়াইল এলাকার শিশুদের নিয়ে শুরু হয়েছে নাচের ক্লাস।

চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। ‘নয়নতারা’ শিরোনামের এই নাচের প্রশিক্ষণে অংশ নিচ্ছে ৩৩ জন শিশু। কড়াইলে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার জন্য ৩৩টি স্কুল রয়েছে। প্রতিটি স্কুল থেকে একজন শিক্ষার্থীকে বিশেষ এই নাচের ক্লাসের জন্য নির্বাচিত করা হয়েছে।

নয়নতারা হচ্ছে তুরঙ্গমীর একটি পেশাদার নাচের ক্লাস, যেখানে শিক্ষার্থীদের নাচের পাশাপাশি স্ট্রেচিং, যোগব্যায়াম, পিলাটেস শেখানো হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও কমিউনিকেশন স্কিল বৃদ্ধির জন্য থাকছে নানা ধরনের গেম। প্রথাগত নাচ শেখানোর পাশাপাশি থাকছে নাচের ইতিহাস, দেশ-বিদেশের নাচ নিয়ে তত্ত্বীয় আলোচনা, সাহিত্য ও ইতিহাস পাঠ এবং আলোচনা।

প্রশিক্ষণ পরিকল্পনা ও পরিচালনা করছেন তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। তাঁকে সহযোগিতা করছে তুরঙ্গমীর চার সদস্যের একটি দল। সমাজের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের সন্তানদের শিল্পসত্তাকে উৎসাহিত করা এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রুচিশীল ও শিল্পসচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নয়নতারা শিরোনামের এই  নাচের ক্লাসের উদ্যোগ নিয়েছে তুরঙ্গমী।

২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেসকোর সদস্যপদ লাভ করেন। ২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ এবং নাচে পেশাদারত্ব অর্জনের লক্ষ্যে কাজ করছে দলটি। এ ছাড়া আন্তর্জাতিক নানা আয়োজনে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে। গত বছর তুরঙ্গমীর প্রযোজনা ‘হোচিমিন’-এর জন্য ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে ফ্রেন্ডশিপ মেডেল পান পূজা সেনগুপ্ত, যা বিদেশিদের জন্য ভিয়েতনামের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় পুরস্কারগুলোর একটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 1 =