প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে লাখো দর্শকদের মন ছুয়েঁছে রিচি। তবে দীর্ঘ এই ক্যারিয়ারে কখনো তাকে চলচ্চিত্রে দেখা যায়নি । এবার ভক্তদের জন্য রয়েছে সুখবর।

সম্প্রতি একটি কফিশপ উদ্বোধনী অনুষ্ঠানে সিনেমায় কাজের খবর নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। ৩০ বছরের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় দেখা যাবে রিচি সোলায়মান কে।

তিনি জানান, শীঘ্রই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের প্রতিষ্ঠান। পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন। তবে সিনেমার নাম বা সহ-অভিনেতার পরিচয় এখনই প্রকাশ করেননি তিনি।

রিচি সোলায়মান বলেন, ‘সবই ঠিক আছে, তবে এখনই নাম বলতে চাইছি না। চমক হিসেবে রাখতে চাই।’

পরিচালক জানিয়েছেন, এ মাসের শেষ দিকে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। সে সময় সিনেমার নাম, অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা জানানো হবে।

চলতি বছরের শুরুর দিকে একটি অনুষ্ঠানে সিনেমায় কাজের ইঙ্গিত দিয়েছিলেন রিচি। কেন এত বছর চলচ্চিত্রে অভিনয় করেননি, এমন প্রশ্নে তিনি বলেন, ‘নানা সময় পরিকল্পনা হলেও পরিস্থিতি মেলেনি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমায় অভিনয় করা সব সময়ই আমার ইচ্ছে ছিল।’

রিচি সোলায়মান ৪০ টিরও বেশি বাংলা নাটকে অভিনয়ে করেছেন। তার অভিনয়ের সাথে মিশে আছে পুরোনো দিনের স্মৃতির ছোঁয়া। প্রতিটি চরিত্রে তার প্রাণবন্ত অভিনয় জীবন্ত করে তুলতো যে কোনো নাটককে। তার আসন্ন সিনেমাকে ঘিরে ভক্তরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + thirteen =