প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শিল্পীরা

টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার আহ্বানে দলটিকে পূর্ণ সমর্থন দিতে মাঠে ছিলেন শিল্পীরা।নির্বাচনে জয় লাভের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রচারে সরব থাকা শিল্পীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গণভবনে শিল্পীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, চিত্রনায়িকা নিপুন আক্তার, অভিনেতা আহসান হাবিব নাসিম, রওনক হাসান, মীর সাব্বির, সাজু খাদেম, অভিনেত্রী শমী কায়সার, উর্মিলা শ্রাবন্তী কর, শামীমা তুষ্টি, তানভীন সুইটি প্রমুখ।

চিত্রনায়ক রিয়াজ বলেন, টানা চতুর্থবারের জয়ে আমরা শিল্পীরা মিলে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি। তাকে সমর্থন দেয়া ও পাশে থাকার জন্য তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, চলচ্চিত্র, নাটক সব মাধ্যমের শিল্পীরা সেখানে ছিলেন। শিল্পীদের সব সংগঠন এক হয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। এই সৌজন্য সাক্ষাতে আমাদের শিল্পীদের লিডাররা সেখানে ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 − five =