প্রভাষ আমিনের জন্মদিন আজ

গণমাধ্যম কর্মী প্রভাষ আমিনের আজ জন্মদিন। ছাত্রজীবনে এরশাদবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে মিনার মাহমুদের সাপ্তাহিক বিচিন্তার মাধ্যমে সাংবাদিকতার হাতিখড়ি প্রভাষ আমিনের। এরপর কাজ করেছেন প্রিয় প্রজম্মে। নব্বই দশকের বহুল আলোচিত কাগজ বাংলাবাজার পত্রিকা, জনকণ্ঠ, ভোরের কাগজ ও প্রথম আলো’য় কাজ করেছেন বিভিন্ন দায়িত্বে।

জনপ্রিয় এনটিভিতে যোগদানের মধ্য দিয়ে তার প্রিন্ট মিডিয়ায় কাজের যবনিকা ঘটে। এরপর তিনি যোগ দেন ২৪/৭ সংবাদভিত্তিক চ্যানেল সিএসবিতে। রাজনীতি, সামাজিক, ক্রীড়াসহ নানা বিষয় নিয়ে দীর্ঘ রিপোটিং ক্যারিয়ার শেষে তিনি বর্তমানে এটিএন নিউজের হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রভাষ আমিন গণঅভ্যূত্থানের বছর মানে ১৯৬৯ সালে এই দিনে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির একজন হিসাবে স্বাধীনতাবিরোধী রাজাকার আলবদর তথা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের সক্রিয় ছিলেন।

বর্তমানে টেলিভিশনে কাজ করলেও প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় তার সরব উপস্থিতি আছে। লিখছেন না বিষয় নিয়ে। তিনি তিরিশ দিনের পারিবারিক কাগজ রঙবেরঙ-এর প্রদায়ক।

রঙবেরঙ টিমের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 16 =