প্রহর গুনছেন বাঁধন

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ক্যারিয়ারের সেকেন্ড ইনিংসে খুব বেশি কাজ করছেন না। তবে তিনি সর্বশেষ আলোচনায় আসেন প্রথম সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে। কান চলচ্চিত্রে উৎসবে ছবিটি প্রদর্শিত হয়। কান উৎসবে এটি ছিল বাংলাদেশের অফিসিয়াল প্রথম সিনেমা। এদিকে কান থেকে ফিরে এখনো নতুন কোনো কাজের সংবাদ দেননি এই গ্ল্যামারকন্যা। তবে একটি কাজের জন্য অডিশন দিয়েছেন বেশ কিছুদিন আগে। সেটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো বলার মতো কোনো আপডেট নেই।
সব কিছু ঠিক হলেই জানাবো। তার জন্য অপেক্ষা করতে হবে। আমিও প্রহর গুনছি। বাঁধন তার ক্যারিয়ার নিয়ে এখন বেশ সচেতন। নিজের তৃপ্তির জন্যই এখন শুধু কাজ করতে চান বলে জানান। তাই অনেক কাজের প্রস্তাব পেলেও সেগুলো করছেন না। তিনি আরও বলেন, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি করতে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। এক সময় অনেক কাজ করেছি। এখন শুধু সেই কাজটি করতে চাই যেটিতে আমি নিজে সন্তুষ্ট হতে পারবো। অভিনেত্রীর কাজের বাইরে ফের উৎসবে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এরই মধ্যে এটি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। এ নিয়ে অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, এটি আমাদের জন্য অবশ্যই আনন্দের সংবাদ। ছবিটি ফের বড় একটি উৎসবে যাচ্ছে। আগামী ৬ই অক্টোবর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত আয়োজনটি ইংল্যান্ডে হবে। পাশাপাশি এটি অনলাইনেও চলবে। বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ১৯৫৭ সালে প্রথম অনুষ্ঠিত হয়। এবার তাদের ৬৫তম আয়োজন। এতে বিভিন্ন দেশের ৩০০টির বেশি ছবি প্রদর্শিত হচ্ছে। ‘রেহানা মরিয়ম নূর’ পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।
মানবজমিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + seven =