‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে

বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর ‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ চলছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, তাদের সাতটি শাখায় এই সিনেমাযর ৩৮টি শো চলবে।

‘প্রিডেটর’ পরিচালনা করেছেন ড্যান ট্রাখটেনবার্গ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং এবং নিউজিল্যান্ডের অভিনেতা ডিমিট্রিয়াস শুস্টার কোলোমাটাঙ্গি।

প্রিডেটর হচ্ছে একধরনের ভয়ংকর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী, যারা প্রযুক্তিতে মানুষদের চেয়ে অনেক অনেক এগিয়ে। বিভিন্ন সময় তারা বিভিন্ন গ্রহে গিয়ে একটি প্রতিযোগিতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলা মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননার স্বীকৃতি পাওয়ার একটি অনুষ্ঠান।

একটা নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য স্বীকৃতি পাওয়ার এই শিকার করার খেলায় নামে। তারা মানুষসহ অন্যান্য বিপজ্জনক প্রাণীকে শিকার করে। শিকার করা প্রাণীটিকে হত্যা করে তার শিরদাঁড়াসহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়।

এবারের গল্পের কেন্দ্রে থাকছে এক তরুণ যোদ্ধা, যে নিজের অস্তিত্ব ও সম্মান রক্ষায় ভয়ংকর এক অভিযানে নামবে। এখানে দেখা যাবে, এক তরুণ প্রিডেটর ডেক, যে নিজের দুর্বলতা ও কোমলতার কারণে তার গোত্রের কাছে তুচ্ছ হয়ে পড়েছে। ডেকের মুখে ভৌতিক দাঁতের সারি, ভয়ংকর ম্যান্ডিবল নখর। তবু এর ভেতরকার মানবিক কোমলতা।

এই ‘দুর্বলতা’র কারণেই তার বাবা তাকে হত্যা করতে চায়। বাবার হাত থেকে বাঁচতে ডেক পালায় দূরের এক গ্রহে; যেখানে অপেক্ষা করছে ভয়ংকর দানব কালিস্ক। ডেকের ভূমিকায় এগিয়ে যাবে সিনেমাটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − eight =