দেশের গুণী অভিনেতা আহমেদ রুবেল ভারতের একটি চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর ফিচার ফিল্ম বিভাগে তাকে সেরা অভিনেতা নির্বাচিত করা হয়েছে। ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে এই পুরস্কার পেলেন তিনি।
সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সিনেমার নির্মাতা প্রসূন রহমান। বললেন, “যে কোনও কাজের স্বীকৃতি বা ভালোবাসা পেলে নিশ্চয়ই সবার ভালো লাগে। তবে ‘প্রিয় সত্যজিৎ’ আসলে কোনও প্রতিযোগিতা বা পুরস্কারের আশা করা ছবি নয়। এটি উদযাপনের চলচ্চিত্র। সাহিত্য, সিনেমা, সংগীত, চিত্রকলা ও অন্যসকল সৃজনশীল প্রক্রিয়ার মাঝে জীবন ও শিল্পকে সমান্তরাল প্রবাহে উপলব্ধি করার চলচ্চিত্র। উৎসবসহ যে কোনও উপলক্ষে এর প্রদর্শন ও উদযাপন আমাদের উৎসাহ যোগাবে।”
জানা গেছে, জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গোল্ডেন ক্যামেল’ পুরস্কার পেয়েছে ভারতের ‘ফিয়ারলেস ডিল্যুশন’। যেটি নির্মাণ করেছেন দেশটির নবীন নির্মাতা রাহুল কাবালি। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেক্সিকোর মনিকা আর্স। তাকে পুরস্কৃত করা হয়েছে ‘দ্য পিংক লেগুন’ সিনেমার জন্য। এবারের উৎসবে আজীবন সম্মাননা পেয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনয়শিল্পী ও নির্মাতা অপর্ণা সেন।
উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে বানানো হয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। গেলো বছরের নভেম্বরে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সতজিৎ’ বিশেষ পুরস্কার পায়।
বাংলাদেশে ‘প্রিয় সত্যজিৎ’র প্রথম প্রদর্শনী হয়েছে গত ৬ জানুয়ারি। ঢাকা লিট ফেস্টের ১০তম আয়োজনের দ্বিতীয় দিন প্রদর্শিত হয় সিনেমাটি। এই সিনেমায় একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। তার সঙ্গে আরও আছেন মৌটুসী বিশ্বাস, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবন্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদার প্রমুখ। ইমেশন ক্রিয়েটরের ব্যানারে এটি প্রযোজনাও করেছেন নির্মাতা প্রসূন রহমান।