স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সংক্রান্ত উদ্যোগ নিয়ে করা একটি গান গাইলেন পুরস্কারপ্রাপ্ত শিল্পী ফজলুর রহমান বাবু ও চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. রোকাইয়া আক্তার অ্যানি। ঈদ উল ফিতরের পরে এই গান এবং একটি প্রদর্শনমূলক ভিডিও দেখানো হবে। এটি হাতের স্বাস্থ্যবিধির উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, রোগ সংক্রমণ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেবে বলে আশা করা হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই প্রচেষ্টার লক্ষ্য হাত ধোয়া এবং হাইজিনের গুরুত্বের উপর সঠিক এবং একটি শক্তিশালী বার্তা সম্প্রচার করা। সঙ্গীতের সর্বজনীন আবেদন এবং জনসাধারণকে শিক্ষিত করার জন্য জনসাধারণের মাঝে একটি জনপ্রিয় অভ্যাস তৈরিতে সহযোগিতা করা।
রোকাইয়া আক্তার অ্যানি বলেন, এই গুরুত্বপূর্ণ উদ্যোগে ফজলুর রহমান বাবুর সাথে কাজ করা একটি সৌভাগ্যের বিষয়। আমাদের লক্ষ্য হলো বৈজ্ঞানিক তথ্যকে সাংস্কৃতিক উপাদানের সাথে একত্রিত করা, যাতে সম্প্রদায় জুড়ে স্বাস্থ্যকর আচরণের প্রচার করা যায় ।
গানটির রচয়িতা নোয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী। সুর করেছেন অনুপম হালদার, সঙ্গীত পরিচালনা করেছেন দীপু আসলাম এবং ভিডিও পরিচালক হিসেবে ছিলেন মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।