ফিফা বর্ষসেরা অনুষ্ঠানের আগেই মনোনীতদের নাম ফাঁস

ফিফা বর্ষসেরা ফুটবলারদের তালিকা আগেই প্রকাশ হয়ে গেছে। বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীত হয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও করিম বেঞ্জেমা। বিশ্বকাপ জেতা মেসিকেই সেরার জন্য ফেবারিট হিসেবে ধরা হচ্ছে। ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপেও অনেকটাই এগিয়ে। বেঞ্জামা বিশ্বকাপে না খেললেও সেরার দৌড়ে আছেন। গত দু’বছর ফিফা বর্ষসেরা পুরস্কার জেতেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। দুবারই মেসি সেরা তিনে ছিলেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ পাইয়ে দেওয়ায় এবার পুরস্কার যেতে পারে তার হাতে।

আজ রাতেই জানা যাবে কে পাবেন ফিফা বর্ষসেরা পুরস্কার। জানা যাবে এমবাপ্পে, বেনজামা না মেসি- কার ভাগ্যে শিকে ছিঁড়বে। তবে এরই মধ্যে জানাজানি হয়ে গেছে যে, বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক আর পিএসজি তারকা লিওনেল মেসির হাতেই শোভা পাবে ফিফা বর্ষসেরার পুরস্কার। সোমবার প্যারিসে অনুষ্ঠিত হবে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠান। বাংলাদেশ সময়ে দ্য বেস্ট অ্যাওয়ার্ডস দেওয়া শুরু হবে রাত দুটো থেকে।

মেসির সঙ্গে সেরা হওয়ার রেসে আছেন বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে ও গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতানো আরেক ফরাসি ফরোয়ার্ড করিম বেঞ্জামা। ২০২১ সালে ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনায় প্রথমে ১৪ জন খেলোয়াড় মনোনীত করেন বিশেষজ্ঞরা। এর মধ্য থেকে পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ফিফার ওয়েবসাইটে দেওয়া ফুটবলপ্রেমীদের ভোটে তিন ফাইনালিস্টের নাম ঘোষণা করে ফিফা।

নারী বিভাগে সেরার দৌড়ে মনোনীত হয়েছেন দুবারের ব্যালন ডি’অর বিজয়ী স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেলাস, ইংল্যান্ডের ফরোয়ার্ড বেথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা অ্যালেক্স মরগান।

 

সেরা কোচ ক্যাটাগরিতে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলোত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। নারী কোচের তালিকায় ইংল্যান্ডের ইউরো ২০২২ জয়ী সারিনা উইগম্যান, লিঁওর সোনিয়া বোমপাস্তোর ও ব্রাজিলের পিয়া সানডাগে আছেন।

সেরা গোলের পুরস্কার হিসেবে পুসকাস অ্যাওয়ার্ডের জন্য ব্রাজিল তারকা রিচার্লিসনের বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে দুর্দান্ত বাইসাইকেল কিকের গোলটি এগিয়ে আছে।

পুরস্কার ও মনোনয়ন

বর্ষসেরা পুরুষ ফুটবলার: লিওনেল মেসি (পিএসজি), কিলিয়ান এমবাপে (পিএসজি) এবং করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)

বর্ষসেরা নারী ফুটবলার: বেথ মিড (আর্সেনাল), অ্যালেক্স মরগান (সান দিয়েগো ওয়েভ) এবং অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)।

বর্ষসেরা পুরুষ গোলরক্ষক: ইয়াসিন বনো (সেভিয়া), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)।

বর্ষসেরা নারী গোলরক্ষক: অ্যান-ক্যাটরিন বার্গার (চেলসি), মেরি ইয়াপস (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান এন্ডলার (লিঁও)।

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)

বর্ষসেরা নারী কোচ: সোনিয়া বোম্পাস্টর (লিঁও), পিয়া সুন্ধাগে (ব্রাজিল), সারিনা উইগম্যান (ইংল্যান্ড)।

বর্ষসেরা গোল: রিচার্লিসন (সার্বিয়ার বিপক্ষে), মার্সিন ওলেক্সি (স্তাল রেজেসওর বিপক্ষে), দিমিত্রি পায়েত (পাওক থেসালোনিকির বিপক্ষে)।

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড

আবদুল্লাহ আলসুলমি: জন্মভূমি জেদ্দা থেকে পায়ে হেঁটে দোহায় গেছেন এই ভক্ত। ১১৬০ কিলোমিটারের পথ পাড়ি দেয়ার সময় তিনি পেরিয়েছেন মরুভূমিও।

আর্জেন্টাইন ভক্তরা: অস্বাভাবিক শোরগোল ও প্রাণবন্ত সমর্থনের মাধ্যমে কাতারে দলকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া আর্জেন্টিনা ভক্তরা।

জাপানি ভক্তরা: মাঠ ও হোটেলরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিখ্যাত জাপানি ভক্তরা এবারও মনোনয়ন পেয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × two =