ফেব্রুয়ারিতে কোক স্টুডিও বাংলার সিজন ২, শুরুতেই রুনা লায়লা

‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন শুরু হচ্ছে । জানা গেছে, চলতি মাসেই প্রচার শুরু হবে আয়োজনটি। বরেণ্য শিল্পী রুনা লায়লার গান দিয়ে এবার আসরের যাত্রা শুরু হবে।

চলতি বছরের সিজনে শোনা যাবে জেমস, পান্থ কানাই, ইমন চৌধুরী, মেঘদলসহ আরও বেশ কিছু শিল্পীর নতুন গান। অনুষ্ঠানের প্রোমো ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। তবে স্পষ্ট করে বলা হয়নি, ঠিক কবে শুরু হবে এর প্রচার।

‘কোক স্টুডিও বাংলা’র এই সিজনেও সংগীত পরিচালক হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তবে বিভিন্ন গানে আলাদা মিউজিক কম্পোজার থাকবেন বলেও জানা গেছে।

৩১ জানুয়ারি দ্বিতীয় সিজনের লোগো উন্মোচন করে কোক স্টুডিও বাংলার পেজ থেকে বলা হয়, ‘অনেক অপেক্ষার পর আমরা আবার আসছি নতুন সিজন নিয়ে, নতুন গানের সাথে। রেডি তো দ্বিতীয় সিজনের জন্য?’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − 3 =