ফেরদৌস আহমেদকে সহপাঠীদের শুভেচ্ছা

অভিনেতা ফেরদৌস আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গতকাল রোববার  বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী বন্ধুরা ধানমন্ডি কার্যালয়ে যান ফুলেল শুভেচ্ছা জানাতে। ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র। তারা ‘এমসিজে ৯৩’হিসেবে পরিচিত।

বন্ধুর জয়ে গর্বিত তারা। বন্ধুরা এখন কেউ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বাংলাদেশ ব্যাংকের পরিচালক, সরকারী কর্মকর্তা, ব্যাংকার, শিক্ষক, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, গৃহিনী। ফেরদৌসের সাফল্যে কাল তারা মেনে ওঠেন আনন্দ আড্ডায়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাঈদা খানমসহ অন্যরা। তারা সকলে ফেরদৌসের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + 15 =