ফেরদৌস ওয়াহিদ-ন্যানসি আবার একসঙ্গে গাইলেন

প্রায় দশ বছর পর এই দুই শিল্পী ফের জুটি বেঁধে গাইলেন। গানটির সুর ও সংগীতও করেছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই। মূলত বাংলাদেশ লাং ফাউন্ডেশনের (বিএলএফ) জন্য থিম সং গেয়েছেন তারা। গানটি লিখেছেন ডা. কাজী বেন্‌নূর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. শাকুর।

এর কথাগুলো এমন- নির্মল নিশ্বাসে, অনাবিল আশ্বাসে, প্রাণময় সুস্থ জীবন/ এই ব্রত বুকে নিয়ে, অবিরত পথ চলে বাংলাদেশ লাং ফাউন্ডেশন।

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‌‘গানটির কাজ কেমন হয়েছে, তা হয়তো শ্রোতারা বলবেন। তবে লাং ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অতুলনীয়। তাদের উদ্যোগে নিজেকে সামিল করতে পেরে ভালো লাগছে।’

জানা যায়, গতকাল (৫ জানুয়ারি) গ্রিন রোডের একটি স্টুডিওতে থিম সংটির কাজ হয়েছে। যা ভিডিও আকারে শিগগিরই সামনে আসবে।

সংগীতে হাবিব-ন্যানসি জুটি বেশ সমাদৃত। শুধু ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে নয়, এই গায়িকা কাজ করেছেন তার বাবা ফেরদৌস ওয়াহিদের সঙ্গেও। তবে তা অনেকদিন আগে।

বাংলা ট্রিবিউন

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 3 =