ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে ভর্তি

হার্ট অ্যাটাক করে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পপ শিল্পী ও নির্মাতা ফেরদৌস ওয়াহিদ। গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাতে হার্ট অ্যাটাক করেন তিনি।

এখন তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। সূত্র বলছে, অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় এরইমধ্যে ফেরদৌস ওয়াহিদকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এর আগে, ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হন ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। ৭০ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

তিনি সেই সত্তরের দশকে কর্মজীবন শুরু করেছিলেন। জীবনের এ সময়ে এসেও সমান তালে গানে গানে সবাইকে মাতিয়ে যাচ্ছেন এ কিংবদন্তি।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 + 1 =