বড় আয়ের সম্ভাবনায় ভেনম চলছে ফুলহাউজ

সোনির ‌‘ভেনম: দ্য লাস্ট ডান্স’ ১৭৫ মিলিয়ন ডলারের গ্লোবাল ওপেনিং পেয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রে আয় করেছে ৫১ মিলিয়ন। বিদেশের থিয়েটারগুলো থেকে ভেনম সংগ্রহ করেছে ১২৪ মিলিয়ন ডলার। ৬৪টি দেশের মধ্যে বড় আয়োর নেতৃত্ব দিয়েছে চীন।

বিদেশের বাজারে বছরের ৩য় বৃহত্তম ওপেনিং পাওয়া হলিউড সিনেমা হিসেবে নাম লিখিয়েছে ভেনম। তালিকা ‌প্রথম ‘ইনসাইড আউট ২’ এবং দ্বিতীয় অবস্থানে আছে ‘ডেডপুল ও ওলভারিন’। এদিকে চীনের বাজারে হলিউডের সিনেমা হিসেবে বছরের সেরা ওপেনিংয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এটি।

২৪ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পায় ভেনম ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি। ২৫ অক্টোবর থেকে এটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও চলছে। তবে চীনে একদিন আগেই থিয়েটারে গেছে ‌সিনেমাটি। এই কয়দিনে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১.৫ বিলিয়ন ডলার আয় ঘরে তুলেছে।

চীনে ‘ভেনম : দ্য লাস্ট ডান্স’ পাঁচ দিনে ৪৬ মিলিয়ন ডলার আয় করেছে। চীনের পর শীর্ষ বাজারগুলো হলো মেক্সিকো (৭.৩ মিলিয়ন), দক্ষিণ কোরিয়া (৫.৮ মিলিয়ন), যুক্তরাজ্য (৫.৭ মিলিয়ন), ভারত (৪.৭ মিলিয়ন), জার্মানি (৪.১ মিলিয়ন), ইতালি (৩.৪ মিলিয়ন), অস্ট্রেলিয়া (৩.২ মিলিয়ন), স্পেন (২.৭ মিলিয়ন) এবং ইন্দোনেশিয়া (২.৭ মিলিয়ন)।

দিন দিন সিনেমার বড় বাজার হয়ে উঠছে চীন। বিভিন্ন দেশের প্রযোজকরা এখন সিনেমা মুক্তির ক্ষেত্রে চাইনিজ দর্শকদের খুবই প্রাধান্য দিয়ে থাকেন। বিশ্ব বাজারে মুক্তির আগেই চীনে ছবি মুক্তি দেয়ার ছলও শুরু হয়েছে।

সেই ভাবনা থেকে ২৩ অক্টোবর চীনের থিয়েটারগুলোতে মুক্তি পায় ‘ভেনম : দ্য লাস্ট ড্যান্স’। সেখানে প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে সিনেমাটি। দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারেও ভালো সাফল্য পেয়েছে এ ছবি। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এবং জার্মানিতে ভালো করেছে। ভারতের বাজারেও আশ্চর্যজনক সাফল্য দিয়ে শুরু করতে পেরেছে। প্রত্যাশা করা হচ্ছে, বড় আয়ের পথেই হাঁটছে ‘ভেনম ২’।

মার্ভেল কমিকসের সিনেমাটি পরিচালনা করেছেন কেলি মার্সেল। এতে ভেনমের ভূমিকায় অভিনয় করেছেন টম হার্ডি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + fourteen =