বড় জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

লঙ্কানরা অলআউট হয়েছে ৯৪ রানে। ৮৩ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্স করলো বাংলাদেশ।

শ্রীলঙ্কাকে ১৭৮ রানের লক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় ওভারে শামীম হোসেনের দুর্দান্ত থ্রোয়ে কুশল মেন্ডিস রান আউট হন। এরপর নিয়মিত বিরতিতে তারা উইকেট তুলে নিতে থাকে। একশ রানও করতে পারেনি স্বাগতিকরা।

রবিবার (১৩ জুলাই) ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে লিটন দাসের ৭৬ রানে ভর করে বাংলাদেশ তোলে ৭ উইকেটে ১৭৭।

লিটন দাস ফর্মে ফিরলেন। ১৩ ইনিংস পর তার ব্যাটে এসেছিল ফিফটি। তারপর বোলারদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৯৪ রানে অলআউট করে সফরকারীরা। টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরালো তারা।

শুধু ব্যাট হাতেই নয়, উইকেটের পেছনেও লিটন ছিলেন দুর্দান্ত। শ্রীলঙ্কার শেষ ব্যাটার বিনুরাসহ দুটি স্টাম্পিং ও দুটি ক্যাচ নেন এই উইকেটকিপার।

সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ছিলা না বাংলাদেশের সামনে। ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের জয় বাংলাদেশের সর্বোচ্চ।

শেষটিসহ রিশাদ হোসেন সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এরপর পাওয়ার প্লে-এর মধ্যেই লঙ্কানদের ৪ উইকেট নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন লিটনরা। পরে আর চাপ কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা।

রান তাড়া করতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস (৮) ফেরেন রান আউটে। পরের ওভারেই কুশাল পেরেরাকে আউট করেন শরিফুল। শরিফুল নিজের তৃতীয় ওভারেও নেন উইকেট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 − three =