বলিউড সিনেমায় ‘হ্যালো বাংলাদেশ’খ্যাত রূপন্তি

বলিউড সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভুত রূপন্তি আকিদ। সিনেমাটির নাম ‘হিন্দি ভিন্দি’। বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়াতে সিনেমাটির শুটিংয়ে অংশ নেন তিনি। এতে রূপন্তি ছাড়া আরও অভিনয় করছেন ‘দ্য আর্চিজ’, ‘সুপার ৩০’ ও ‘বার্ড অফ ব্লাড’ খ্যাত মিহির আহুজা। এছাড়াও রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত। এটি পরিচালনা করছেন আলী সাঈদ।

এই সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে ‘হ্যালো বাংলাদেশ’ এর জেনিফার চরিত্রে তুমুল জনপ্রিয়তা পাওয়া রূপন্তি আকিদের। অস্ট্রেলিয়া থেকে তিনি বলেন, ‘বলিউডে এটাই আমার প্রথম কাজ। অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। কিছুদিন আগেই সিডনিতে শুটিং শুরু করেছি।’

সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া কীভাবে, এমন প্রশ্নে রূপন্তি বলেন, ‘সিনেমাটির তিনটি প্রটাগনিস্ট কবির, রিহ্যানা এবং দাদীর চরিত্রটি। এখানে কবির চরিত্রটি করছেন মিহির আহুজা এবং দাদীর চরিত্রটি নীনা গুপ্ত। রিহ্যানা চরিত্রটি প্রথমে শ্যানন কে করার থাকলেও সেটি আর হয়নি। তাদের টিম থেকে এমন একজনকে খুঁজছিল যে কি না অজি অ্যাকসেন্টে (অস্ট্রেলিয়ান ভাষা) পারদর্শী এবং হিন্দি বলতে পারে। সেইসাথে ইমোশনাল দৃশ্যেও পারদর্শী এমন একজন অভিনেত্রীর খোঁজ করছিলেন। এরপর রিহ্যানা চরিত্রটির জন্য আবেদন করলে তারা আমাকে অডিশনে ডাকে এবং চূড়ান্ত করে।’

 

তিনি আরও বলেন, ‘এরকম টিম শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। তারা প্রত্যেকেই গ্রেট। তাদের কাজের কোয়ালিটি, প্রোডাকশন লেবেল সবকিছু মিলিয়ে কাজের অভিজ্ঞতা খুবই দুর্দান্ত।’

জানা গেছে, সিনেমাটি একটি অস্ট্রেলিয়ান-ভারতীয় ছেলের ট্রান্সফরমেশনকে ঘিরে আবর্তিত হয়েছে যখন সে হিন্দি শেখে এবং কীভাবে সে তার সাংস্কৃতিক পরিচয়কে আলিঙ্গন করে—সেটা নিয়ে।

রূপন্তি আকিদ বাংলাদেশি বংশোদ্ভুত অস্ট্রেলিয়া প্রবাসী। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। মাঝেমধ্যেই বাংলাদেশে আসেন। এক দশক আগে মাহফুজ আহমেদের ‘হ্যালো বাংলাদেশ’ নাটকে জেনিফার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর ‘কেবলই রাত হয়ে যায়’, ‘তাহার নাম শকুন্তলা’, ‘আংটি’, ‘ঘুমিয়ে পড়েছে মধ্যরাত’, ‘গল্পটি আংশিক সত্য’, ‘অথবা একটা খুনের গল্প’, ‘শারমিনের ব্যক্তিগত গল্প’, ‘কোন আলো লাগল চোখে’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’  নাটকে অভিনয় করেন। অস্ট্রেলিয়ান সিনেমা ‘তেরাহবিন’ সিনেমাতেও দেখা  গেছে তাকে।

মুক্তির অপেক্ষায় রয়েছে তার শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমা।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 1 =