শ্রেষ্ঠ হাস্যকার হিসেবে ভূষিত হওয়া জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য পরেশ রাওয়ালের ৭০তম জন্মদিন আজ। ১৯৫০ সালের ৩০ মে তিনি ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে তিনি ভারতের সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী সম্মানে ভুষিত হন। তিনি হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ হাস্যকার হিসেবে রাষ্ট্রীয় সম্মান অর্জন করেন।
পরেশ রাওয়াল এনএম কলেজে পড়াশোনা করেন। ১৯৭৯ সালের মিস ইন্ডিয়া খেতাব জয়ী অভিনেত্রী স্বরূপ সম্পতকে বিয়ে করেন তিনি। তাদের দুই ছেলে আদিত্য রাওয়াল ও অনিরুদ্ধ রাওয়াল।
১৯৮৪ সালে ‘হোলি’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুধু পরেশ রাওয়ালের। ১৯৮৬ সলে থেকে তিনি এখন পর্যন্ত প্রায় দেড়শ সিনেমায় অভিনয় করেছেন। তিনি অসংখ্য সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। তবে তিনি সর্বাধিক জনপ্রিয় হাস্যরসাত্নক সিনেমায় অভিনয়ে। এই বয়সেও তিনি বলিউডের কমেডি সিনেমার অন্যতম আকর্ষণ।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: কিং আঙ্কল, বাজী, কব্জা, দৌড়, রাম লখন, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম, গরম মশলা, হেরা ফেরি, ফির হেরা ফেরি, রংবাজ, ভাগম ভাগ, মালামাল উইকলি, হাঙ্গামা ইত্যাদি।
১৯৯৪ সালে সহায়ক চরিত্রে অভিনয়ের জন্যে তিনি রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
পরেশ রাওয়াল ভারতীয় জনতা পার্টির একজন রাজনীতিক। তিনি গুজরাতের আহমেদাবাদ পুর্ব থেকে বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন।