বাংলা ডাবিং করা ইরানি সিনেমা ‘জিরো ফ্লোর’ আসছে

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো ইরানি সিনেমা ‘জিরো ফ্লোর’ আসছে বাংলায়। ইব্রাহিম ইব্রাহিমিয়া পরিচালিত ৭৯ মিনিটের এই ছবিটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। বাংলায় ডাবিং করা ‘জিরো ফ্লোর’ আগামী বৃহস্পতিবার (১২ মে) রাত ৮টায় দেখা যাবে চরকিতে।

সিনেমাটির গল্পে দেখা যাবে, নিজের চার বছরের ছেলের সার্জারি বন্ধ করতে তেহরানে রওনা দেন ওয়াহিদ। কিন্তু ওয়াহিদের পৌঁছানোর আগেই সার্জারির সময় তার সন্তানের মৃত্যু হয়। আর এই মৃত্যুর জন্য তিনি দায়ী করেন তারই সাবেক স্ত্রী ফাহিমাকে। ওয়াহিদ মনে করেন, তার স্ত্রীর স্বার্থপর সিদ্ধান্তের কারণে ছেলের মৃত্যু হয়েছে। সন্তানের এই মৃত্যুই ওয়াহিদ ও ফাহিমার সম্পর্ককে একটি নতুন মোড় দেয়।

প্রতিষ্ঠানটি জানায়, অ্যাকশন, ড্রামা, ইমোশন সবই আছে এতে। বিশ্বজুড়ে ছবিটির প্রতি ব্যাপক আগ্রহ আছে। এ কারণে বাংলায় এটি আনা হচ্ছে। ড্রামা ঘরানার সিনেমাটি দর্শক উপভোগ করতে পারবেন পরিবার নিয়ে। ছবিতে অভিনয় করেছেন হামিদ রেজা আজারাং, জাভেদ ইজাতি, বেহদোখত ভালিয়েনসহ আরও অনেককে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − one =