বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১৮, ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। তবে সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। চট্টগ্রামের মাঠে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে – ২৭, ২৯ ও ৩১ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে সকাল ১০টায়।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজের চূড়ান্ত সূচি

১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট (দুপুর ২টা)

২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট (দুপুর ২টা)

৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট (দুপুর ২.৩০টা)

১ম টি-টোয়েন্টি- ২৭ মার্চ, চট্টগ্রাম (দুপুর ২টা)

২য় টি-টোয়েন্টি- ২৯ মার্চ, চট্টগ্রাম (দুপুর ২টা)

৩য় টি-টোয়েন্টি- ৩১ মার্চ, চট্টগ্রাম (দুপুর ২টা)

একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, ঢাকা (সকাল ১০টা)।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 + 1 =