আবারও বাংলাদেশি সিনেমায় ঋতুপর্ণা

বাংলাদেশি সিনেমার সঙ্গে সম্পর্কটা বেশ পুরোনো পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। নব্বইয়ের দশকে ‘স্বামী কেন আসামি’ সিনেমায় অভিনয় করে বাংলাদেশের দর্শকের মনে জায়গা করে নেন টালিউড অভিনেত্রী। এরপর ঢালিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ গত বছরের আগস্টে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘স্পর্শ’ সিনেমার শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বছর না ঘুরতে আবারও বাংলাদেশের নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। রাশিদ পলাশের ‘তরী’ সিনেমায় দেখা যাবে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি জানান আগামী সেপ্টেম্বরে শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসবেন তিনি।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘“তরী” সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে বাংলা সিনেমার অশ্লীল যুগের আর্টিস্ট হিসেবে। গল্পটি শোনার পর চরিত্রটি তাঁর খুব পছন্দ হয়েছে।’

ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সম্পন্ন হয়েছে ‘তরী’ সিনেমার প্রথম লটের শুটিং। আগামী সেপ্টেম্বরে শুরু হবে পরবর্তী অংশের কাজ। সেই সময় নিজের অংশের শুটিংয়ে অংশ নেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার কথা নিশ্চিত করলেও ‘তরী’তে আর কারা অভিনয় করছেন তা জানাননি নির্মাতা। ‘তরী’র গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।

সর্বশেষ গত ঈদুল আজহায় মুক্তি পায় রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। সেই সিনেমায়ও চলচ্চিত্রের এক নায়িকার গল্প তুলে ধরেছিলেন তিনি। অভিনয় করেছিলেন ববি। তবে সিনেমা মুক্তির পর নিজের চরিত্রের ব্যাপ্তি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন নায়িকা। পরে নির্মাতার বিরুদ্ধে সিনেমা নির্মাণ, প্রচার, কলাকুশলীদের পাওনাসহ নানা বিষয়ে অভিযোগ তোলেন ববি। নির্মাতাও পাল্টা অভিযোগ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + three =