বাংলাদেশে আসছে ‘বার্বি’ প্রিমিয়ারে থাকছে চমক

প্রতীক্ষার পালা শেষ। ২১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হলিউড সিনেমা ‘বার্বি’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। বহুল প্রতীক্ষিত এ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক অভিনেতা। এ কারণে সিনেমাটি নিয়ে বাংলাদেশের দর্শকদের রয়েছে আলাদা আকর্ষণ।

মুক্তির আগের দিন অর্থাৎ আজ স্টার সিনেপ্লেক্সের মহাখালীর এসকেএস টাওয়ার শাখায় জাঁকজমকপূর্ণ আয়োজনে সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন এ অভিনেতা। দেশের ইতিহাসে কোনো হলিউডি সিনেমার প্রিমিয়ারে স্বয়ং অভিনেতা উপস্থিত থাকার ঘটনা এটাই প্রথম। তবে এখনই অভিনেতার নাম প্রকাশ করতে চাইছে না স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। অভিনেতাকে প্রিমিয়ার অনুষ্ঠানের চমক হিসেবেই রাখতে চায় তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুনেরাহ বিনতে কামালসহ অনেকের।

ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। ট্রেলারে দেখা যায়, বার্বি হঠাৎ বুঝতে পারে সে নিজের হিল জুতা ফেলে এসেছে পৃথিবীতে। সেই জুতা খুঁজতে বার্বি আসে পৃথিবীতে। কেইনকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যায় তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেম।

এ সিনেমায় অভিনয় করেছেন হলিউডের নামী তারকারা। কেন্দ্রীয় চরিত্র বার্বি ও কেইন হিসেবে দেখা যাবে মার্গট রোবি ও রায়ান গসলিংকে। মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া আরও রয়েছেন নিকোলা কফলান, আনা ক্রুজ কেইন, এমা ম্যাকি, মারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককেনন, মাইকেল সেরা, আমেরিকা ফেরেরা প্রমুখ। সিনেমায় ধারা বর্ণনা শোনা যাবে ডেম হেলেন মিরেনের কণ্ঠে।

২০২২ সালের এপ্রিলে টুইটারে বার্বির প্রথম লুক ও মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা চলছে। প্রেক্ষাগৃহে সিনেমাটি কতটা ঝড় তুলতে পারে সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 5 =