বাড়িতে ঢুকে সাইফ আলি খানের ওপর হামলা

গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাইফ আলি খানকে। তবে আপাতত তিনি বিপদমুক্ত আছেন বলে জানা গেছে। খবর  হিন্দুস্তান টাইমস।

জানা যায়, বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে এক দুষ্কৃতি ঢুকে পড়ে। চুরির জন্যই বাড়িতে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। দুষ্কৃতিরা একাধিকবার সাইফের ওপর ছুরি নিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। আপাতত সাইফ বিপদমুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ। কে বা কারা বলিউডের ‘নবাব’র ওপর হামলা চালাল তা অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা। তবে নিছকই চুরি নাকি এই হামলার নেপথ্যে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 + five =