বাপ্পী-মিতু’র ‘জয় বাংলা’র শ্যুটিং শুরু

শনিবার থেকে বিএফডিসিতে শুরু হয়েছে বাপ্পি চৌধুরী-জাহারা মিতু অভিনীত চলচ্চিত্র ‘জয়বাংলা’র শুটিং। প্রথম দিনে বাপ্পী-মিতু শুটিংয়ে অংশ নিয়েছেন। সপ্তাহখানেক চলবে প্রথম লটের শুটিং। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুবাইলে সিনেমাটির শুটিং হবে।

বাপ্পী বলেন, “কাজী হায়াতের মতো একজন নির্মাতার ছবিতে অভিনয় করতে পারা সত্যিই গর্বের। ‘জয় বাংলা’ ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা। এতে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছি। এমন ঐতিহাসিক সিনেমায় অভিনয় করতে পারছি এটা আমার জীবনের বড় পাওয়া। আমি সামনেও চেষ্টা করব আরও ভালো ভালো ছবিতে অভিনয় করতে।”

জাহানারা মিতু বলেন, “১৯৬৯ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ১৯৭১ সালের বিজয় নিয়ে সিনেমার গল্প। ওই সময়ে রাজনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা এবং বিভিন্ন দিক পর্দায় তুলে ধরা হচ্ছে। আমি কলেজছাত্রীর চরিত্রে অভিনয় করছি। পর্দায় দেশপ্রেম ফুটে উঠবে।”

লেখক ও শিক্ষক মুনতাসীর মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। ‘টুঙ্গিপাড়া’ চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মিটু শিকদার। পরিচালনা করছেন কাজী হায়াত।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × four =