বাবিসাস আজীবন সম্মাননা পাচ্ছেন মামুনুর রশীদ-ছটকু আহমেদ

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) ২১তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করছে।আগামী ২২ জানুয়ারি বিকেল ৫টায় কৃষিবিদ ইনস্টিটিউট- কেআইবি মিলনায়তনে চলচ্চিত্র, টিভি এবং সংগীত জগতের গুণী তারকাদের মাঝে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে।সেখানে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ।

আরও বিশেষ সম্মাননায় ভুষিত হবেন এটিএন বাংলার চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান, সমাজ সচেতনতামূলক নাটক রচনায় বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন এবং সংগীত ভুবনে অনন্য অবদানের জন্য কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ।

এবারের বাবিসাস অ্যাওয়ার্ড আয়োজনের অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক দুলাল খান ও সদস্য সচিব অভি মঈনুদ্দীন। বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি এবং সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × two =