বিকেলে বঙ্গভবনে যাচ্ছেন শেখ হাসিনা

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরকার প্রধানের সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর এটা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ।

এর আগে একাদশ সংসদ নির্বাচনের পরে তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করতে যান শেখ হাসিনা। ওই সাক্ষাতের সময় রাষ্ট্রপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।সংবিধান অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ তিনিই পড়াবেন।

বিপুল বিজয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বুধবার দ্বাদশ সংসদের নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

একাত্তর টিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven + one =