বিজয় দিবসের নতুন দুই গান

প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে তৈরি হচ্ছে নতুন গান। সম্প্রতি শেষ হলো নতুন দুইটি গানের কাজ। ভয়েস রেকর্ডিং শেষে ইতিমধ্যে গান দুটির ভিডিওর শুটিংও সম্পন্ন হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শিগগিরই গান দুটি প্রকাশ করা হবে।

কিশোর দাসের সুর ও সংগীতায়োজনে তৈরি হলো ‘সোনার বাংলাদেশ দেখতে চাই’ শিরোনামের গান। গানের কথা লিখেছেন হাসানুজ্জামান মাসুম। কণ্ঠ দিয়েছেন চার শিল্পী এলিটা করিম, জয় শাহরিয়ার, কিশোর দাস ও কর্ণিয়া। গীতিকবি হাসানুজ্জামান মাসুম বলেন, ‘দেশমাতৃকার প্রতি ভালোবাসা জানাতেই আমাদের এই সম্মিলিত প্রয়াস। পাশাপাশি দেশের যে ক্রমবর্ধমান উন্নয়ন, সেটাও উঠে এসেছে গানের কথায়।’

এ গানের সুরকার ও কণ্ঠশিল্পী কিশোর দাস বলেন, ‘আমরা দেশের গান বলতে আগের প্রজন্মের তৈরি কালজয়ী গানগুলোকেই বুঝি। আমাদের প্রজন্মের পক্ষ থেকে তাই দেশের জন্য নতুন এই গানের প্রয়াস।’ গানটি প্রকাশ পাবে প্ল্যাটফর্ম নামের ইউটিউব চ্যানেলে।

অন্যদিকে, সুমন কল্যাণের সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে ‘জয় হোক’ শিরোনামের গান। কণ্ঠ দিয়েছেন রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস। লিখেছেন সুজন হাজং। কণ্ঠশিল্পী রাজীব বলেন, ‘আমরা দেশকে ভালোবাসি। সম্মান করি। শিল্পী হিসেবে গানে গানেই দেশের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি। সেই প্রয়াস থেকেই বিজয় দিবসের নতুন এই গান।’

সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘গানের কথাগুলো দারুণ! এমন একটি দেশের গানের সুর করতে পেরে ভালো লাগছে। আমার বিশ্বাস, শ্রোতাদেরও ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’

১৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে জয় হোক গানটি। পাশাপাশি সুজন হাজং অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen + 13 =