বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ

 

বিদ্যা সিনহা মিমের ৩২ বছর পূর্ণ হলো আজ। জন্মদিনের একদিন আগেই ভ্রমণপিপাসু বিদ্যার কক্সবাজার ভ্রমণের মনোরম দৃশ্যের ছবি দেখা যায় তার ফেসবুক একাউন্টে।

রবিবার (৯ নভেম্বর) তার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলো ব্যাকগ্রাউন্ডে মিউজিকে ছিলো প্রিতম হাসানের ’শরতের শেষ থেকে’। ছবিগুলোর একটিতে দেখা যায়, সমুদ্রপাড়ে হাস্যচ্ছ্বলভাবে তাকিয়ে আছে মিম। আরেকটি ছবিতে দেখা যায়, হোটেলের বারান্দা থেকে সমুদ্রের দিকে তাকিয়ে আছে স্নিগ্ধভাবে সাথে গৌধূলী লগ্নের হলদে-লাল আকাশ মুহূর্তটিকে আরো স্বচ্ছ করে তুলছিলো।

নির্মল হাসির বিদ্যা সিনহা মিম ঢালিউডে কঠোর পরিশ্রম ও প্রতিভা দিয়ে একজন সফল অভিনেত্রী হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি ভ্রমণের প্রতি ভালোবাসা তার নামের সাথে যোগ করেছে ‘ভ্রমণকন্যা’।

মিমের পড়নে ছিলো হালকা গোলাপি রংয়ের কামিজ এবং সাদা প্যান্ট। কামিজটির হাতায় সাদা সুতোর কারচুপি কাজ পোশাকটিকে এক অনন্য মাধুর্য দিচ্ছিলো। তার এই সাদা-মাটা লুক সমুদ্রের স্বচ্ছতার সাথে মিশে এক অদ্ভুত সৌন্দর্য এনে দিয়েছে ছবিগুলোতে।

বিদ্যা সিনহা মিম বরাবরই তার অবসর সময় বা বিশেষ মুহূর্ত পরিবার ও ঘনিষ্ঠজনদের সাথেই কাটাতেই পছন্দ করেন। আর প্রতিবার জন্মদিনের দিনটিও আপনজনদের সাথেই কাটান তিনি। এবারও তার ব্যতিক্রম নয়। জন্মদিনের আগেই ঢাকার কোলাহল ছেড়ে সমুদ্রের নীলে ভাসতে গেলেন তিনি।

বর্তমানে মিম সংসার জীবনও সুন্দরভাবে সামলাচ্ছেন। সনি পোদ্দারের সঙ্গে ২০২২ সালে বিয়ে হয় তার। জন্মদিনের এই দিনটির সাথে আরেকটি বিশেষ দিন জড়িয়ে আছে তার জীবনে। এই দিনেই সনি পোদ্দারের সাথে তার আংটিবদল হয়।

সম্প্রতি রিমার্ক-হারল্যান ব্র্যান্ডের জন্য কাজ করেছেন তিনি। তার সর্বশেষ আলোচিত সিনেমা ছিল রায়হান রাফির ‘পরাণ’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 1 =