বিদ্যার মুখে বাংলা সংলাপ

মুম্বাইয়ে জন্ম হলেও বিদ্যা বালানের ক্যারিয়ার শুরু হয়েছিল বাংলা ভাষায়। শুরুর দিকে পরপর বেশ কয়েকটি সিনেমা থেকে বাদ পড়েছিলেন বিদ্যা। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই কঠিন সময়ে গৌতম হালদার তাঁকে নিয়ে নির্মাণ করেন বাংলা সিনেমা ‘ভালো থেকো’ (২০০৩)। এটিই বিদ্যার প্রথম মুক্তি পাওয়া সিনেমা। ফলে বাংলার প্রতি অন্য রকম টান আছে তাঁর, এ কথা সব সময়ই বলেন অভিনেত্রী। অনেক বছর পর বিদ্যার মুখে আবার শোনা যাবে বাংলা সংলাপ। তবে কোনো বাংলা সিনেমায় নয়, হিন্দি সিনেমায়।

দীর্ঘ ১৭ বছর পর আলোচিত সিনেমা ‘ভুল ভুলাইয়া’য় ফিরছেন বিদ্যা বালান। তৈরি হতে চলেছে এ সিরিজের তৃতীয় সিনেমা। পরিচালক আনিস বাজমি মার্চ মাসে তৃতীয় পর্বের শুটিং শুরু করবেন বলে খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। জানানো হয়েছে, ভুল ভুলাইয়া থ্রিতে অভিনয় করবেন বিদ্যা বালান। এতে বিদ্যাকে বাংলা সংলাপ বলতে শোনা যাবে। কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় হবে সিনেমার বেশির ভাগ অংশের শুটিং।

ভুল ভুলাইয়া থ্রির মাধ্যমে দীর্ঘ বছর পর পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমায় অভিনয় করবেন বিদ্যা। মাঝে ‘শেরনি’, ‘শকুন্তলা দেবী’র মতো নারীকেন্দ্রিক গল্পেই মূলত দেখা গেছে তাঁকে। আমাজন প্রাইমের ‘জলসা’ ওয়েব ফিল্মে শেফালি শাহের সঙ্গে বিদ্যার অভিনয় নজর কেড়েছিল। এবার ভুল ভুলাইয়ার অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে মঞ্জুলিকা চরিত্রেই বিদ্যা ফিরছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

ভৌতিক গল্পের সিনেমা ‘ভুল ভুলাইয়া’র প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। ছিলেন অক্ষয় ও বিদ্যা বালান। ২০২২ সালে মুক্তি পায় ভুল ভুলাইয়া টু। এতে পাল্টে যায় পরিচালক ও অভিনয়শিল্পী। অক্ষয়ের বদলে আসেন কার্তিক আরিয়ান, বিদ্যার বদলে টাবু আর নির্মাতা প্রিয়দর্শনের স্থলাভিষিক্ত হন আনিস বাজমি। নির্মাতা ও অভিনয়শিল্পী বদলে গেলেও বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছিল সিনেমাটি। ভুল ভুলাইয়া থ্রিতে বিদ্যা যদিও ফিরছেন, তবে রুহ বাবা চরিত্রে কার্তিকই থাকবেন বলে জানা গেছে।

২০১০ সালে নির্মিত আনিসের সিনেমা ‘থ্যাঙ্ক ইউ’-এ অতিথিশিল্পী হিসেবে কাজ করেছিলেন বিদ্যা। এবার সম্পূর্ণ একটি সিনেমায় একত্র হচ্ছেন এ নির্মাতা ও অভিনেত্রী। ভুল ভুলাইয়া থ্রির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। এ বছরের দীপাবলিতে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 3 =