বিয়ের পর বিয়ের গান দিয়ে ফেরা

গানের সূত্রেই অবন্তি সিঁথির সঙ্গে লন্ডনপ্রবাসী অমিত দের পরিচয়। সেই পরিচয় থেকে তাঁদের ভালো লাগা। সেই ভালো লাগা থেকে ডিসেম্বরের মাঝামাঝি বিয়ে করেন অবন্তি ও অমিত দে। অমিত দে চাকরির পাশাপাশি গানও করেন। গানের মাধ্যমে পরিচয় ও বিয়ে হলেও একসঙ্গে আর গান করাটা হয়ে উঠছিল না। এবার বিয়ের পরে স্বামী-স্ত্রী একসঙ্গে দর্শক-শ্রোতাদের সামনে আসছেন।

বিয়ের পর কিছুদিন বিরতিতে ছিলেন অবন্তি। স্বামী-স্ত্রী ঘুরে বেড়িয়েছেন দেশে-বিদেশে।

স্বামীর সঙ্গে বিয়ে নিয়ে গান করা প্রসঙ্গে অবন্তি সিঁথি বলেন, ‘আমাদের কিন্তু অনেকবার পরিকল্পনা ছিল একসঙ্গে গান করার, কিন্তু করা হয়নি। এবার বিয়ের পরে মনে হলো বিয়ে স্মরণীয় করে রাখতে হলেও একটা গান করা দরকার। সেভাবেই গানটি করা। তবে এবার যেহেতু স্বামীর সঙ্গে গান করেছি, সেখানে একটু অন্য রকম লেগেছে। আশা করছি, গানটি দর্শক পছন্দ করবেন।’

‘বিবাহ সংবাদ’ শিরোনামে গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন অবন্তি সিঁথি। যৌথভাবে গানের সুর করছেন অবন্তি ও শোভন রয়। গানের সংগীতায়োজন করেছেন শোভন রয়। অবন্তি বলেন, ‘আমাদের একসঙ্গে প্রথম গান। এর সঙ্গে অনেক স্মৃতি জড়িত। মজার ব্যাপার হলো প্রথমবারই আমি বিয়ের গান করছি। গানটি একদমই সাদামাটাভাবে করা।’ অবন্তি জানালেন, ৩১ ডিসেম্বর গানটি অনলাইনে প্রকাশ করতে চান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − 13 =