বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলক রোনালদোর

লিসবন, ১৩ সেপ্টেম্বর ২০২৪ (বাসস) : বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ১ বিলিয়ন বা ১০০ কোটি অনুসারীর অনন্য মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এমন খবর নিজেই জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। ইংরেজিতে ১বি আকৃতির মধ্যে ছোট-ছোট করে নিজের ক্যারিয়ারের সেরা মুহূর্তের ছবি বসিয়েছেন তিনি। যার শিরোনামে রোনালদো লিখেছেন ১ বিলিয়ন স্বপ্ন, একটি যাত্রা।

বার্তায় ৩৯ বছর বয়সী রোনালদো লিখেছেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি। ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু একটি সংখ্যার চেয়ে বেশি। এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ।’

তিনি আরও লিখেছেন, ‘মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত, আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের জন্য খেলেছি এবং এখন আমরা ১০০ কোটি মানুষ একত্রিত হয়েছি। আমার এ যাত্রায় প্রতিটি পদক্ষেপ, সব উত্থান-পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন। এই যাত্রায় আমরা দেখিয়েছি যে, আমরা যা অর্জন করতে পারি সেটির কোন সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখনো সেরাটা আসতে বাকি। আমরা একসাথে এগিয়ে যাবো, জিতবো এবং ইতিহাস সৃষ্টি করতে থাকবো।’

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছয়টি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন রোনালদো। ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৯০ লাখ, ফেসবুকে ১৭ কোটি ৫ লাখ, এক্স (সাবেক টুইটার ছিলো) ১১ কোটি ৩০ লাখ, ইউটিউবে ৬ কোটি ৬ লাখ, কোয়াইশুতে ৯৪ লাখ এবং ওয়েইবোতে ৭৫ লাখ অনুসারী আছে রোনালদোর।

তিন সপ্তাহ আছে নিজের ইউটিউব চ্যানেল প্রকাশ করেছেন রোনালদো। ইতোমধ্যে তার সাবস্ক্রাইবার ৬ কোটির বেশি হয়ে গেছে।

বিশে^ সামাজিক যোগাযোগমাধ্যম বিবেচনায় সবচেয়ে বেশি অনুসারীর মধ্যে দীর্ঘদিন ধরেই শীর্ষস্থান ধরে রেখেছেন রোনালদো। ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে নিজের জায়গাকে আরও শক্ত করেছেন তিনি। এই তালিকায় ৭০ কোটি ৮২ লাখ অনুসারী নিয়ে দ্বিতীয়স্থানে আছেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী সেলেনা গোমেজ। তৃতীয়স্থানে আছেন কানাডার সংগীতশিল্পী জাস্টিন বিবার। তার অনুসারী ৬০ কোটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × two =