বিয়ে করেছেন সালমান মুক্তাদির!

অবশেষে বিয়ে করেছেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। জানা গেছে, গেল ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

সালমান মুক্তাদির সব সময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে এলেন সালমান। থিতু হলেন এক নারীতে। এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভ কামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন তারা।

বিয়ের বিষয়ে সালমান তার ফেসবুকে বিস্তারিতও কিছু লেখেননি। তাই কেউ কেউ মনে করছেন যেহেতু সালামান প্রাঙ্ক ভিডিও বানিয়ে মাঝে মধ্যে তুমুল আলোচনায় আসেন-এটিও তার অংশ হতে পারে। আবার কেউ বলছেন, তিনি আসলেই বিয়ে করেছেন। সালমানের বিয়ের স্ট্যাটাস ও ছবি নিয়ে এখন শোবিজে নানামুখি আলোচনা চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 + 5 =