বেলাল খান-আঁখির কণ্ঠে ‘পাখির গান’

জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরে কণ্ঠে  বরাবরই শ্রোতারা ভিন্ন কথা ও সুরের গান শোনেন। তার ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বন্ধু আমার রসিয়া’সহ অনেক গানই বিভিন্ন শিল্পী গেয়ে স্টেজে মাতিয়ে রাখেন।

এবার এ কণ্ঠশিল্পী তেমনি আর একটি গান নিয়ে আসছেন বলে জানান। তার কণ্ঠে শ্রোতারা এবার শুনবে ‘পাখির গান’ শিরোনামের একটি গান। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বেলাল খান।

একই সঙ্গে তিনি গানটির সুরও করেন।  এটি লিখেছেন প্লাবন কোরেশী। সঙ্গীতায়োজন করেছেন সজীব। গানটি নিয়ে আঁখি বলেন, পাখির গানে যেমন আছে মেলোডি, তেমনিতে রয়েছে ফার্স্ট বিটের অনুপম ছোঁয়া। আশা করছি, শ্রোতাদের গানটি হৃদয় ছুঁয়ে যাবে।

গানটি নিয়ে বেলাল খান বলেন, আঁখি আপার সঙ্গে দারুণ একটি গান হবে এটি। আঁখি আপা বরাবরই একটু ভিন্ন কথা ও সুরের গান করেন। এ গানেও নতুনত্ব আছে। শ্রোতারা আমাদের দুজনের কণ্ঠে গানটি পছন্দ করবেন বলে আশা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × four =