ব্যাটসম্যানদের শ্মশানের চিতায় জ্বলে অঙ্গার কিউই পাখিরা

সালেক সুফী

বাংলাদেশ ক্রিকেটের দুর্গম দুর্গ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম উইকেটে আজ বাংলাদেশ-নিউ জিল্যান্ড চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দিনশেষে বাংলাদেশ চালকের ভূমিকায়। ধীর, নিচু, ঘূর্ণি উইকেটে মেঘলা আকাশের নিচে টস জয় করে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ১৭২। উইকেটের চরিত্র দেখেই আঁচ করা গিয়েছিল এই উইকেটে বাংলাদেশের বিশ্বমানের স্পিনার্স মেহেদী মিরাজ আর তাইজুলকে খেলা সহজ হবে না।

শুরু থেকে সঠিক লাইন লেংথ বজায় রেখে তুখোড় বোলিং করে স্পিনার্স যুগল। তরুণ দলটি ছিল জয়ের নেশায় উজ্জীবিত। তুখোড় গ্রাউন্ড ফিল্ডিং এবং অপূর্ব দক্ষতার কিছু ক্যাচ লুফে বাংলাদেশ ১২.৪ ওভারেই ৫৫ রানে ৫ উইকেট তুলে নিয়ে কোনঠাসা করে ফেলেছে অতিথি দলকে।

অনেকের হয়তো স্মরণ আছে ১৯৭১ এই দিনে মরণপণ যুদ্ধরত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারত স্বীকৃতি দিয়েছিল। হয়তো ঐতিহাসিক দিনকেই স্মরণে রেখে দুরন্ত দুর্বার বাংলাদেশ আজ শেষ বিকেলে জ্বলে উঠেছিল। হয়তো উইকেট নিয়ে কিছু কথা হবে। কিন্তু পেশাদার ক্রিকেটে সব ধরনের উইকেট এবং পরিবেশে খেলতে হয়। তবে আমি স্পোর্টিং উইকেটে খেলা হলে আরো বেশি আনন্দিত হতাম।

প্রথম দিন শেষে ১১৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ। যত সময় যাবে এই উইকেটে ব্যাটিং করা ততই কঠিন হবে। প্রথম ইনিংসে ৬০-৭০ রান লিড নিয়ে বাংলাদেশ যদি দ্বিতীয় ইনিংসে ২০০ রান করে ২৫০ লক্ষ্য দিতে পারে অতিথি দলকে সিরিজ জয়ী হবে বাংলাদেশ। ক্রিকেট যতই গৌরবজ্জল অনিশ্চয়তার খেলা হোক না কেন এই টেস্ট হয়তো বড় জোর চতুর্থ দিনে গড়াতে পারে।

বাংলাদেশ টেস্ট জয় করে একটু তাড়াহুড়ো করেছে বলবো। উইকেটে অসম বাউন্স, বড় টার্ন সবই ছিল। কিন্তু যেভাবে আউট হয়েছে জয়, জাকির, শান্ত, মোমিনুল আরো সতর্ক হলে অন্তত দুটি উইকেট কম খোয়া যেত প্রথম সেশনে। অভিজ্ঞ মুশফিক এবং তরুণ শাহাদাত দিপু ৫ম উইকেট জুটিতে ৫৭ রান যোগ করে সামাল দিয়েছিল।

কিন্তু কি যে হলো  অভিজ্ঞ মুশফিকের। ৮৩ বলে ৩ চার, এক ছয়ে ৩৫ রান করা মুশফিক ব্রেন ফ্রিজ হয়ে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে হ্যান্ডলড দি উইকেট হলো। ১০৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ সংগ্রাম করে ১৭২ পর্যন্ত পৌঁছায়। উইকেটে বল পড়ে ঘুরছিলো লাটিমের মতো। নিউ জিলান্ডের হয়ে তিন স্পিনার গ্লেন ফিলিপ্স (৩/৩১) , মিচেল সান্টনার (৩/৬৫ ) এবং আইয়াজ প্যাটেল (২/৫৪) বাংলাদেশ ইনিংসকে নিয়ন্ত্রণের সীমায় বেঁধে রেখেছিল।

বাংলাদেশ ইনিংসে উইকেটের চরিত্র দেখে অনুমান করেছিলাম এই উইকেটে মেহেদী মিরাজ এবং তাইজুলকে খেলা এতো সহজ হবে না। হলো তাই। নিউ জিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানরা অনেকটা আতঙ্কগ্রস্থ হয়ে মিরাজ (৩/১৭), তাইজুল (২/২৯) মোকাবিলায় আত্মসমর্পণ করলো। আলোক স্বল্পতায় নির্দিষ্ট সময়ের আগে দিনের খেলা শেষ না হলে নিউ জিল্যান্ডের পরিস্থিতি ৫৫/৫ থেকেও করুন হতে পারতো।

কাল যদি বাংলাদেশ প্রথম ইনিংসে ৬০-৭০ রানের লিড পেয়ে সতর্কতার সঙ্গে ব্যাটিং করে অতিথি দলকে ২৫০+ টার্গেট দিতে পারে টেস্ট এবং সিরিজ জয়ের সম্ভাবনা সৃষ্টি হবে। শরিফুল এবং শাহাদাত দিপু দুটি অসাধারণ ক্যাচ লুফে নিয়েছে। মনে হয় যেন কোনো জাদুর কাঠির ছোয়ায় বাংলাদেশের খেলোয়াড়েরা জেগে উঠেছে। শারীরিক ভাষা সম্পূর্ণ পাল্টে গেছে।

বর্তমান অবস্থা বজায় থাকলে বাংলাদেশ টেস্ট এবং সিরিজ জয় অর্জন না  করার কারণ দেখি না। তরুণ দলটিকে জয়ের নেশায় উজ্জীবিত চনমনে মনে হচ্ছে।  বিজয়ের মাসে সিরিজ ধবল ধোলাই বাংলাদেশ ক্রিকেটকে নতুন উদ্দীপনায় উদ্দীপ্ত করবে।

সালেক সুফী: আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + fourteen =