ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে প্রেম তাপসীর

চুপি চুপি প্রেম করছিলেন তাপসী পান্নু। সে কথা এতদিন গোপন রাখলেও ‘ডাঙ্কি’ মুক্তির পর হঠাৎ একটি ছবি জানিয়ে দিল। গোপন প্রেমে মশগুল ছিলেন এই বলিউড তারকা। তার প্রেমিকের নাম ম্যাথিয়াস বোয়ে। পেশায় তিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়।

পান্নুর ইনস্টাগ্রামে সাম্প্রতিক এক পোস্টে দেখা গেছে, ম্যাথিয়াস বোয়ের কোলে বসে আছেন অভিনেত্রী। পরেছেন সাদা ক্রপ টপ আর শাড়ি। বো পরেছেন ঢিলেঢালা সাদা সবুজ প্রিন্টের শার্ট আর ডেনিম। এই মুহূর্তে ভারতের জাতীয় ব্যাডমিন্টন দলের হয়ে পুরুষদের ডাবলসে কোচিং করছেন এই ড্যানিশ খেলোয়াড়। পান্নুর সঙ্গে তাকে দেখে কী প্রতিক্রিয়া ভক্তদের?

মন্তব্য বলছে, বোয়ে সাদামাটা মানুষ। আবার কেউ কেউ কটূক্তিও করেছেন। অনেকেই বলেছেন, বোয়েকে ঠিক পান্নুর সঙ্গে মানাচ্ছে না। যদিও এসব কথায় কান দেন না ‘পিঙ্ক’ অভিনেত্রী। কিছুদিন আগে বলিউডের উঠতি তারকা জাহ্নবী কাপুরের এক সাক্ষাৎকার নিয়ে বলিউডে বেশ আলোচনা হয়েছিল। তিনি বলেছিলেন, কেন অভিনেতাদের সঙ্গে প্রেম করা যায় না। এ কারণে একই পেশার মানুষদের সঙ্গে প্রেম করছেন না জাহ্নবী। এ কারণেই কি একই পথে হাঁটলেন তাপসী? প্রেম নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি তাপসী। তবে নতুন বছরের শুরুটা প্রেমিকের সঙ্গে উদযাপন করেছেন। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে বলিউডের পোর্টালগুলোতে।

২০১০ সালে তেলেগু ছবি ‘ঝুম্মান্দি নাদাম’ দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন তাপসী পান্নু। ২০১৩ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত কমেডি ছবি ‘চাশমে বাদ্দুর’ দিয়ে হিন্দি ছবিতে অভিষেক হয় তার। হিন্দি স্পাই ফিল্ম ‘বেবি’ এবং কোর্টরুম ড্রামা ‘পিঙ্ক’ দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন পান্নু।

সর্বশেষ শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + 11 =