ভাইরাল ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন সানা খান

প্রতিবছরই রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত হয় প্রায় পুরো বলিউড। এবছরেও যার ব্যতিক্রম হয়নি। সালমান খান, রাশমি দেশাই, জাভেদ জাফরি, পূজা হেগড়ে, সেলিম খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা, শেহনাজ গিল, সুনীল শেঠি, উর্মিলা মাতন্ডকার, প্রীতি জিনতা সহ এবারের ইফতার পার্টিতে হাজির ছিলেন অনেকেই। কিন্তু তার মাঝেই সকলের নজরে এসেছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ও তার স্বামী মুফতি আনাস সাঈদ। খবর চ্যানেল আই অনলাইন

মূলত বাবা সিদ্দিকির ইফতার পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটিতে দেখা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রী সানা খানের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তার স্বামী মুফতি আনাস সাঈদ। সানার প্রতি তার স্বামীর এমন নিষ্ঠুরতা দেখে রেগে গিয়েছেন অনেকেই। মন্তব্য ভেসে আসছে, “অভিনয় ছেড়ে বিয়ের পরে এই হাল সানার?”

ভিডিওটিতে দেখা যায়, পরনে কালো বোরখা, গর্ভের ভারে হাঁটতে পারছেন না সানা। নিজ মুখেও বলছেন সে কথা। ঘর্মাক্ত সানাকে বলতে শোনা যায়, “আর পারছি না, এখানে একটু দাঁড়াই…” কিন্তু ভ্রূক্ষেপ নেই তার স্বামীর। স্ত্রীর হাত ধরে টেনে হাঁটতে হাঁটতে চলে গেলেন একেবারে ক্যামেরার আড়ালে।

তবে কি অনাগত সন্তান কিংবা স্ত্রীর প্রতি কোন মায়াই কি নেই সাঈদের? তাতেই ক্ষোভ উগরে মন্তব্য করলেন অনেকে। যদিও ভিডিওটি সানার নজরে আসতেই অনুরাগীদের আশ্বস্ত করেন। তিনি বলেছেন, “আমার শরীর খারাপ লাগছিল তাই ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার স্বামী। ভাই ও বোনেরা, আমি ঠিক আছি। আমায় নিয়ে দুশ্চিন্তা করবেন না।”

বলিউডে যখন ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়ছিল, ঠিক সেই সময় ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। এরপর ২০২০ সালের নভেম্বরে সাঈদের সঙ্গে বিয়ে হয় তার। সানার স্বামী মৌলবি এবং ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরই সানা ছেড়েছেন আগের বেশবাস। ধারণ করেছেন হিজাবও। তা নিয়েও কম হইচই হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + 17 =