ভাইরালের ভিড়ে ব্যতিক্রম মিম

ঢাকাই সিনেমা এখন ভাইরাল জ্বরে আক্রান্ত। কেউ ডিগবাজি দিয়ে ভাইরাল, কেউ ভাইরাল ফেসবুক স্ট্যাটাস কিংবা ফাঁস হওয়া অডিও ক্লিপ দিয়ে। ফান-ফুর্তির নামে খেলতে নেমে মারামারি করেও ভাইরাল হওয়ার সুযোগ নিচ্ছেন অনেকে। কেউ আবার যেকোনো বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করে দৃষ্টি আকর্ষণের চেষ্টায় ব্যস্ত। সব মিলিয়ে কাজের চেয়ে ব্যক্তিগত বিষয়ে আলোচনায় থাকার চেষ্টায় মত্ত তারকারা। তবে এমনভাবে আলোচনায় থাকতে চান না অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ব্যক্তিগত বিষয় নয়, বরং কাজ দিয়ে আলোচিত হতে চান তিনি।

গত শুক্রবার বাংলাদেশে মুক্তি পেয়েছে টালিউড সুপারস্টার জিতের সিনেমা ‘মানুষ’। বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এতে অভিনয় করেছেন মিম। বাংলাদেশে মুক্তি উপলক্ষে শনিবার যমুনা ব্লকবাস্টার সিনেমাসে আয়োজন করা হয় মানুষ সিনেমার বিশেষ প্রদর্শনীর। সেখানে ভাইরাল ইস্যু নিয়ে নিজের কথা জানান মিম।

মিম বলেন, ‘আমি ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই ভাইরাল হইনি। ভবিষ্যতেও হতে চাই না। আমার মনে হয়, কাজের মাধ্যমে যদি ভাইরাল হওয়া যায় সেটাই ভালো। আমার অভিনীত “পরাণ” যখন রিলিজ হলো, তখন সব জায়গায় সিনেমাটি ভাইরাল হয়েছিল। সিনেমা দেখতে মানুষ হলে গিয়েছে। গানগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছে। সিনেমাটি নিয়ে সবাই কথা বলেছেন। এরকমভাবে পজিটিভ কোনো কিছু নিয়ে ভাইরাল হওয়া ভালো।’

বাংলাদেশের হলে ভারতের সিনেমা মুক্তির বিষয়েও কথা বলেছেন মিম। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের ইন্ডাস্ট্রির সব বড় সিনেমা দুই ঈদকে টার্গেট করে নির্মাণ করা হচ্ছে। ঈদের সময় ছাড়া বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা সেভাবে কেউ করছে না। এ কারণেই ভারতের সিনেমা ধারাবাহিকভাবে মুক্তি পাচ্ছে। যদি বাংলাদেশে নিয়মিত নতুন সিনেমা আসতে থাকে তাহলে হলমালিকরা আমাদের দেশের সিনেমাই দেখাবেন। তবে আমি মনে করি, আমাদের দেশের সিনেমাকে প্রাধান্য বেশি দেওয়া উচিত। ঈদের সময় যেমন ভারতীয় সিনেমা মুক্তি না দেওয়ার নিয়ম রয়েছে, তেমনি অন্য সময়েও দেশের সিনেমা মুক্তি পেলে সেটাকেই প্রাধান্য দেওয়া দরকার।’

মানুষ সিনেমায় মিম রয়েছেন অতিথি চরিত্রে। সিনেমার গল্প ও চরিত্রের গুরুত্ব পছন্দ হয়েছে বিধায় এ সিনেমায় যুক্ত হয়েছেন বলে জানান মিম। তিনি বলেন, ‘বাইরের দেশে অনেক বড় অভিনয়শিল্পীরাও বিশেষ চরিত্রে অভিনয় করছেন। কারণ সেই চরিত্রগুলোর গুরুত্ব থাকে। অনেক সময় দেখা যায় সেই চরিত্রই গল্পের মোড় ঘুরিয়ে দিচ্ছে। আমাদের দেশেও যদি এ ধরনের চরিত্রের অফার আসে এবং সেটা আসলেই বিশেষ চরিত্র হয়, তাহলে অবশ্যই সেই চরিত্রে অভিনয় করব।’

মানুষ ছাড়াও এ বছর মুক্তি পেয়েছে মিম অভিনীত ‘অন্তর্জাল’। শেষ করেছেন ওয়াহিদ তারেকের পরিচালনায় ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার কাজ। সরকারি অনুদানের সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + eleven =