ভাবনার ‘কাজের মেয়ে’ প্রকাশ হবে বইমেলায়

‘ভয়ংকর সুন্দর’ সিনেমার নায়িকা আশনা হাবিব ভাবনা লেখালেখি করেন। ইতিমধ্যেই তার লেখা বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। এগুলো হলো উপন্যাস ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ এবং কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’।

এরই ধারাবাহিকতায় আসছে বইমেলায় নতুন বই নিয়ে হাজির হতে যাচ্ছেন ভাবনা। ২০২৩ সালের প্রথম দিনে বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। ভাবনা জানান, তার লেখা এবারের বইটি উপন্যাস। এর নাম ‘কাজের মেয়ে’। এটি প্রকাশ হবে কিংবদন্তি পাবলিকেশন থেকে। বইটির প্রচ্ছদ করেছেন আসাদুজ্জামান সোহেল।

বইয়ের প্রচ্ছদ শেয়ার করে ফেসবুকে ভাবনা লেখেন, প্রেম যদি প্রতারণা করে শিল্প দেবে আমাকে আশ্রয়, আমার শিল্পের হাত কেড়ে নেয় আছে সাধ্য…! আমার উপন্যাস কাজের মেয়ে আসছে এই বইমেলায়। সবাইকে নতুন বছরেরে শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন।

এদিকে, সম্প্রতি ভাবনা ‘এক্সকিউজ মি’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। এটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য নির্মাতা রায়হান খান। যেখানে ভাবনার বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশানকে।অভিনয় ছাড়াও নাচ, ছবি আঁকা নিয়েও ব্যস্ততা রয়েছে তার।

অন্যদিকে, বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার কাজ শেষ করেছেন ভাবনা। কথাকার সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র আনজুমের ভূমিকায় দেখা যাবে ভাবনাকে। আর মুক্তি অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা ‘দামপাড়া’। এতে মাহমুদা হক চরিত্রে পর্দায় দেখা যাবে ভাবনাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × three =