ভারতকে ধবল ধোলাই  ক্রিকেটে নিউ জিল্যান্ডের সেরা সাফল্য

সালেক সুফী

তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ মুম্বাই টেস্টে ভারতকে ২৫ রানে হারিয়ে ঐতিহাসিক মাইল স্টোন অর্জন করেছে  কিউই পাখির দেশ নিউজিল্যান্ড এই প্রথম ভারতের দুর্গম দুর্গে কোনো দেশ প্রথম ভারতকে তিন অথবা বেশি টেস্ট ম্যাচ সিরিজে ধবল ধোলাই করলো। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি পর্বে পয়েন্টস তালিকার শীর্ষে থাকা ভারত ছিটকে পড়লো শীর্ষ স্থান থেকে।  ভারতকে এখন ফাইনাল খেলতে হলে আসন্ন গাভাস্কার টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায় হারাতে হবে। নিউ জিল্যান্ডের জন্য এই সিরিজ ৩-০ ব্যাবধানে জয় নিঃসন্দেহে ওদের টেস্ট ইতিহাসের সেরা অর্জন।

প্রথম দুই টেস্ট জিতে নিউজিল্যান্ড আগেই সিরিজ জিতে নিয়েছিল। অপেক্ষা ছিল তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে ভারত মুখ রক্ষা করতে পারে কি না। হলো না। ভেঙে যাওয়া ঘূর্ণি উইকেটে ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত লড়াই করে পারলো না শেষ রক্ষা করতে। মুম্বাইতে জন্ম নেওয়া নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেল ম্যাচে ১৬০ রানে ১১ উইকেট (ভারতের মাটিতে বিদেশি বোলারের শ্রেষ্ট অর্জন) ভারতকে সিরিজ ধবল ধোলাইয়ের লজ্জায় ফেললো।

টেস্টে প্রথম ব্যাটিং করে ড্যারিল মিচেল (৮২) এবং উইল ইউংয়ের (৭১) ব্যাটে ভর করে ২৩৫ করেছিল নিউজিল্যান্ড। উইকেটে যথেষ্ট টার্ন ছিল। এমন উইকেটে ভারতের বিশ্ব সেরা স্পিন আক্রমণের বিরুদ্ধে ব্যাটিং করা স্বস্তিদায়ক ছিল না। জাদেজা (৫/৬৫) এবং ওয়াশিংটন সুন্দর (৪/৮১) অতিথি দলকে চাপে রেখেছিল।

ভারত কিন্তু নিজেরাও ভালো ব্যাটিং করেনি প্রথম ইনিংসে। টপ অর্ডারে রোহিত, বিরাট, গিল, কিছুই করতে পারেনি। লড়াই করেছে শুভমান গিল (৯০) , আর ঋষভ পান্ট (৬০) রান করে।  ভারত ২৮ রান লিড  পেয়েছিল। ভারত ইনিংসে এজাজ প্যাটেল ৫/১০৩ ধস নামিয়েছে।

উইকেট কিন্তু তখন স্পিনারদের দারুন সহায়তা  করছে। এই উইকেটে জাদেজা আর অশ্বিনকে খেলা চাট্টিখানি কথা না। তবুও সিরিজ সেরা উইলি ইয়ং (৫১) যুদ্ধ করে নিউ জিল্যান্ডকে ১৭৪ রানে পৌঁছে দেয়। ১৪৬ রান লিড পায় অতিথি দল।

আপাত দৃষ্টিতে সহজ টার্গেট মনে হলেও ঘূর্ণি উইকেটের সহায়তা নিয়ে স্বল্প সময়েই ভারতের টপ অর্ডার উড়িয়ে দেয় কিউই বোলাররা। ৫ উইকেট হারিয়ে ভারতের রান দাঁড়ায় ২৯। এই অবস্থায় দলকে ঘরে তুলে নেয় ঋষভ পান্ট। ঘূর্ণি উইকেটে প্যাটেল, ফিলিপ্সকে সুইপ, রিভার্স সুইপ খেলে একাই দলকে টার্গেটের দিকে নিতে থাকে।

কিন্তু দলের রান যখন ১০৭ তখন দুর্ভাগ্যজনক ভাবে প্যাটেলের একটা বল প‍ান্টের ব্যাট চুমু দিয়ে উইকেট রক্ষকের হাতে চলে যায়। শেষ হয় ৬৪ রানের একক যুদ্ধ। ভারত গুটিয়ে যায় ১২১ রানে। বাবদান ২৫ রানের। টেস্ট এবং ধবল ধোলাই করে সিরিজ জয় করে নিউজিল্যান্ড।

এর আগে মাত্র একবার ভারত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ সিরিজ হেরে ধবল ধোলাই হয়েছিল। কিন্তু সেটি ছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ। নিউ জিল্যান্ডের এই জয় চলতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ফাইনাল খেলা দারুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইতিমধ্যেই ওরা অস্ট্রেলিয়া থেকে পিছিয়ে পড়েছে।

বাকি এখন অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। পর পর তিন টেস্ট হেরে ভারতের যে অবস্থা এখান থেকে ঘুরে দাঁড়ানো এবং অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে না। সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু শ্রীলংকা, নিউজিল্যান্ড এমনকি দক্ষিণ আফ্রিকার। শেষ মুহূর্তে এসে জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ।

এই ম্যাচে ১১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে এজাজ প্যাটেল।  আর সিরিজ জুড়ে ভালো ব্যাটিং করে সিরিজ সেরা হয়েছে উইল ইয়ং। নিঃসন্দেহে এই সিরিজ জয় নিউ জিল্যান্ড ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × five =